পূর্বাচল প্লট দুর্নীতি আরও তিন মামলায় গ্রে’ফতার রাজউকের খুরশীদ

নিজস্ব প্রতিবেদক: পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠা প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা তিনটি পৃথক মামলায় রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলমকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলাগুলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং আজমিনা সিদ্দিকসহ অন্যান্যদের বিরুদ্ধে দায়ের করা হয়েছিল।
রবিবার (২ নভেম্বর) ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. রবিউল আলম দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ৩০ অক্টোবর দুদকের পক্ষ থেকে এই তিন মামলায় খুরশীদ আলমকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানানো হয়। ওই আবেদনের শুনানির জন্য রবিবার দিন ধার্য ছিল। এদিন সকাল ১০টার দিকে তাকে আদালতে এনে হাজতখানায় রাখা হয়। পরে পৌনে ১১টার দিকে মহানগর আদালতের ষষ্ঠ তলায় বিচারকের এজলাসে নেওয়া হয়।
বিচারক মামলার অভিযোগপত্র (চার্জশিট) পাঠ করে শোনানোর পর আসামির বক্তব্য জানতে চাইলে খুরশীদ আলম বলেন, “মাননীয় আদালত, আমি নির্দোষ। আমি আপনার কাছে ন্যায় বিচার চাই।”
খুরশীদ আলমের বক্তব্য শেষে বিচারক তিন মামলার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আদালতে সাক্ষ্য গ্রহণের কাজ চলছিল।



