অপরাধঢাকাদুর্নীতিদেশবাংলাদেশ

স্কুলে কাজ না করেই বিল আত্মসাৎ: এলজিইডির নির্বাহী প্রকৌশলীসহ চারজনের বিরুদ্ধে দুদকের মামলা

অপরাধ বিচিত্রা ডেস্ক: রাজধানীর গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণকাজ শেষ না করেই সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক নির্বাহী প্রকৌশলীসহ চার ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ (মঙ্গলবার) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক স্বপন কুমার রায় বাদী হয়ে দণ্ডবিধির বিভিন্ন ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইনে মামলাটি করেন। দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় অভিযুক্ত চার আসামি হলেন— এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ বাচ্চু মিয়া, সিনিয়র সহকারী প্রকৌশলী মো. ছাবের আলী, উপসহকারী প্রকৌশলী মো. শামস জাভেদ, এবং ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স নির্মাণ প্রকৌশলীর মালিক আবু সাইদ খান

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ও সরকারি ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার আশ্রয় নিয়েছেন। তারা গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের তৃতীয় ও চতুর্থ তলার কাজ সম্পন্ন না করেই বিল তুলে নেন। এই প্রক্রিয়ায় আসামিরা মোট ১ কোটি ২২ লাখ ১৯ হাজার ৮০৬ টাকা আত্মসাৎ করেছেন। অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় দুদক এই ফৌজদারি মামলা দায়ের করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button