ইসলাম ধর্ম
জান্নাতে গাছ পাওয়ার সহজ তাসবিহ্সমূহ
ইসলামিক বিচিত্রা ডেস্ক: জান্নাত বা বেহেশত হলো মুমিনের চূড়ান্ত গন্তব্য। হাদিসে রাসূলুল্লাহ (সা.) জান্নাতের কিছু সহজ আমলের কথা উল্লেখ করেছেন, যার মাধ্যমে সেখানে একেকটি করে গাছ রোপণ করা হয়। যারা সহজে ও নিয়মিত এই আমলগুলো করতে আগ্রহী, তাদের জন্য হাদিস থেকে প্রাপ্ত সেসব বরকতময় তাসবিহ্ ও তার ফজিলত নিচে তুলে ধরা হলো:
জান্নাতে খেজুর গাছ রোপণের আমল:
- আমল (১): হযরত জাবির (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন: যে ব্যক্তি একবার “সুবহানাল্লাহিল আযীম ওয়াবিহামদিহী” পাঠ করে, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ লাগানো হয়। [তিরমিজি-৩৪৬৪, সহীহ হাদিস]
- আমল (২): আমর ইবনু শুআইব (রা.) হতে পর্যায়ক্রমে তার পিতা ও দাদার সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন: যে ব্যক্তি “সুবহানাল্লাহি ওয়া বিহামদীহি” পাঠ করে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ লাগানো হয়। [বাযজার/-২৪৬৮, সহীহ লিগাইরিহি]
জান্নাতের বৃক্ষরাজি:
- জান্নাতের কাণ্ড স্বর্ণের: হযরত আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন: জান্নাতের প্রতিটি গাছের কাণ্ডই স্বর্ণ দ্বারা নির্মিত। [তিরমিজি-২৫২৫, সহীহ হাদিস]
- ইবরাহীম (আঃ)-এর নির্দেশনা: হযরত ইবনু মাসউদ (রা.) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন: মি’রাজের রাতে আমি ইবরাহীম (আঃ)-এর সাথে সাক্ষাৎ করি। তিনি আমাকে বললেন, “হে মুহাম্মাদ, আপনার উম্মাতকে আমার সালাম পৌঁছে দিন এবং তাদেরকে জানান যে, জান্নাতের যমীন অতীব সুগন্ধি সমৃদ্ধ এবং সেখানকার পানি অত্যন্ত সুস্বাদু। তা একটি সমতল ভূমি এবং তার গাছপালা হলো “সুবহানাল্লাহ ওয়ালহামদু লিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার”।” [জামে’ আত-তিরমিজি-৩৪৬২, হাসান হাদিস]
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন: যে লোক সঠিক পথের দিকে ডাকে, তার জন্য সে পথের অনুসারীদের প্রতিদানের সমান প্রতিদান রয়েছে। এতে তাদের প্রতিদান হতে সামান্য ঘাটতি হবে না। [মুসলিম-৬৬৯৭ (সহীহ)]
এই গুরুত্বপূর্ণ ও বরকতময় তথ্যগুলো জানা এবং অন্যকে জানানো ইবাদতের অংশ। তাই সকলের কাছে এই সহজ আমলগুলো পৌঁছে দেওয়া উচিত।



