বারবার পাপ করেও কেন তওবা ছাড়া উচিত নয়?

তওবা বন্ধ করলে শয়তানই জেতে: আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না
আলী আহমদ: আমরা কি কখনো ভেবে দেখেছি, কত সহজে আমরা আল্লাহর দরবারে ফিরে যাওয়া বন্ধ করে দিই? আমাদের মনে একটাই দ্বিধা কাজ করে—”আমি তো বারবার একই ভুল করি।” হয়তো জীবনযুদ্ধে আপনি বারবার পরাজিত হচ্ছেন, বারবার একই পাপের অন্ধকারে নিমজ্জিত হচ্ছেন। তবে জেনে রাখুন, আপনার এই হার মেনে নেওয়া, আপনার অনুশোচনা এবং আপনার তওবা—এগুলোর কোনোটাই আল্লাহর কাছে তুচ্ছ বা গুরুত্বহীন নয়।
আপনি পাপ করেছেন, কিন্তু এরপর তওবা করেছেন। আবারও ভুল হয়েছে, কিন্তু আপনি আবার ফিরে এসেছেন। আপনার মনে রাখা উচিত, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন: “হে বান্দা, আমার রহমত থেকে নিরাশ হয়ো না।”
শয়তানের আসল লক্ষ্য আপনাকে পাপের মধ্যে ফেলে দেওয়া নয়, বরং তার মূল লক্ষ্য হলো আপনাকে আল্লাহর দরজা থেকে দূরে সরিয়ে দেওয়া। তাই আপনি যখন তওবা করা বন্ধ করে দেন, তখনই শয়তান সফল হয় এবং তার উদ্দেশ্য পূর্ণ হয়।
মনে রাখবেন, আপনি যতবারই পাপের পথ থেকে আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহ ঠিক ততবারই আপনার জন্য তাঁর ক্ষমার দরজা উন্মুক্ত করে দেন। আপনার পাপের গভীরতা যত বেশিই হোক না কেন, তাঁর রহমত ও ক্ষমার পরিধি তার চেয়েও বহুগুণ গভীর ও বিস্তৃত।
যদি পাপ করা সম্পূর্ণভাবে ছেড়ে দিতে না-ও পারেন, তবুও আপনার চেষ্টা বন্ধ করবেন না। প্রতিদিন তওবা করুন, বারবার তওবা করুন। একসময় দেখবেন, আপনার এই ক্রমাগত তওবাই আপনার জীবনে বড় পরিবর্তন এনে দিয়েছে এবং আপনাকে পাপমুক্তির পথে এগিয়ে নিয়ে গেছে।
আপনার পাপের ভার যতই হোক না কেন, তওবার দরজা আপনার জন্য এখনও খোলা। তাই নিজেকে এই প্রশ্নটি করুন: “গোনাহ যখন ছাড়তে পারিনি, তখন তওবা কেন ছেড়ে দিলাম?” আল্লাহ এখনও আপনার গভীর অনুশোচনা নিয়ে তাঁর কাছে ফিরে আসার অপেক্ষায় আছেন।



