জাতীয়প্রশাসনবাংলাদেশসংগৃহীত সংবাদ

অনলাইন কর ব্যবস্থা আধুনিকায়ন: দুর্নীতিমুক্ত হবে এনবিআর

অপরাধ বিচিত্রা ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সদস্য জি এম আবুল কালাম কায়কোবাদ জানিয়েছেন, অনলাইন কর ব্যবস্থা আধুনিক প্রযুক্তির আওতায় আসায় ভবিষ্যতে দেশের কর ব্যবস্থায় আর কোনো ধরনের দুর্নীতি থাকবে না। শনিবার (১ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘অনলাইন রিটার্ন দাখিল বিষয়ক কর্মশালা’-এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তিনি আরও উল্লেখ করেন, “করদাতারা এখন বাড়িতে বসেই খুব সহজে অনলাইনে রিটার্ন দাখিল করতে সক্ষম হচ্ছেন। কর প্রশাসনকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে তুলতে এনবিআর নিরন্তর কাজ করে যাচ্ছে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধীনে মাস্টার্স অব ট্যাক্স ম্যানেজমেন্ট (এমটিএম) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই দিনব্যাপী কর্মশালাটি অনুষদ ভবনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক ড. শহিদুল জাহিদ। অ্যাডভোকেট হুসাইন আব্দুর রহমানের সভাপতিত্বে এই আয়োজন সম্পন্ন হয়।

দিনব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে অংশ নেন কর কমিশনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন, অতিরিক্ত কর কমিশনার মো. হাফিজ আল আসাদ, অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ আমিরুল করিম মুন্সী এবং আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের যুগ্ম কর কমিশনার মুসতবা ইশতিয়াক আহমদ।

আয়োজকরা মনে করেন, কর সংক্রান্ত দক্ষতা বৃদ্ধি এবং অনলাইনে রিটার্ন দাখিল পদ্ধতি আয়ত্ত করতে ইচ্ছুক শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য এই প্রশিক্ষণ অত্যন্ত কার্যকর ছিল।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। সোনালি লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এই আয়োজনের ইভেন্ট পার্টনার হিসেবে যুক্ত ছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button