অপরাধএক্সক্লুসিভদুর্নীতিদেশপ্রতারনাপ্রশাসনবাংলাদেশ

মোস্তফা কামাল পরিবারের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের

অপরাধ বিচিত্রা ডেস্ক: প্রায় ১৬৫ কোটি ৫৭ লাখ টাকারও বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের হওয়া মামলায় সাবেক অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালসহ তার পরিবারের চার সদস্যের আয়কর সংক্রান্ত নথি তলব ও জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা ও কমিশনের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদের আবেদনের ভিত্তিতে আদালত এই গুরুত্বপূর্ণ আদেশ জারি করেন। যাদের আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে, তারা হলেন সাবেক মন্ত্রী মোস্তফা কামাল, তার সহধর্মিণী কাশমিরি কামাল, এবং দুই কন্যা কাশফি কামাল ও নাফিসা কামাল।

উল্লেখ্য, গত মার্চ মাসে দুর্নীতি দমন কমিশন (দুদক) মোট চারটি পৃথক মামলা দায়ের করে, যেখানে তাদের বিরুদ্ধে মোট ১৬৫ কোটি ৫৭ লাখ টাকারও অধিক মূল্যের ‘অবৈধ’ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

নথিতে দেখানো হয়েছে, মোস্তফা কামাল ও তার স্ত্রী কাশমিরী কামালের ‘অবৈধ’ সম্পদের পরিমাণ যথাক্রমে ২৭ কোটি ৫২ লাখ ৫৪ হাজার ৮৩১ টাকা ও ৪৪ কোটি ১১ লাখ ৬২ হাজার ১৪৬ টাকা। এছাড়াও, দুই মেয়ে কাশফি কামাল ও নাফিসা কামালের বিরুদ্ধে যথাক্রমে ৩১ কোটি ৭৮ লাখ ৮৩ হাজার ১৯৫ টাকা এবং ৬২ কোটি ১৪ লাখ ৭৭ হাজার ৫১৬ টাকার ‘জ্ঞাত আয় বহির্ভূত’ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

ক্ষমতার পালাবদলের পর ২০২৪ সালের আগস্ট মাস থেকে মোস্তফা কামাল এবং তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধান শুরুর পর থেকেই সাবেক অর্থমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের প্রকাশ্যে দেখা যাচ্ছে না। এর ধারাবাহিকতায়, সে বছর ২২ আগস্ট ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সাবেক অর্থমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করে দেয়।

কুমিল্লা-১০ (কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট) আসনের সাবেক সংসদ সদস্য মুস্তফা কামাল পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তিনি একসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। তার কন্যা নাফিসা কামাল ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির মালিক হিসেবে বিভিন্ন সময় আলোচনায় ছিলেন।

এদিকে, গত ১৮ আগস্ট মালয়েশিয়ায় কর্মী প্রেরণের নামে প্রায় ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে মুস্তফা কামালের স্ত্রী-কন্যাসহ তিন সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধানের জন্য তিন সদস্যের একটি দল গঠন করে দুদক।

দুদকের তথ্যমতে, এই সিন্ডিকেটে মোস্তফা কামালের স্ত্রী কাশমেরী কামাল, মেয়ে নাফিসা কামাল ছাড়াও ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজামউদ্দিন হাজারী, ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এবং ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদ জড়িত রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button