Uncategorizedঅপরাধপরিবেশপ্রতারনাবাংলাদেশ

ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক করল পুলিশ সদর দপ্তর

সামাজিক যোগাযোগমাধ্যমে অর্থ দাবি করলে থানায় জানানোর পরামর্শ

ডেস্ক রিপোর্ট: সরকারের দায়িত্বশীল ব্যক্তি এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে একটি প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা পাঠিয়ে এই চক্রটি সাধারণ মানুষের কাছে অর্থ দাবি করছে। এই প্রতারণার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে সহকারী মহাপরিদর্শক (এআইজি, মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এই তথ্য জানিয়েছেন।

তিনি নিশ্চিত করেন, কিছু অসাধু ব্যক্তি সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের ছবি ও নাম ব্যবহার করে মিথ্যা বা ভুয়া অ্যাকাউন্ট তৈরি করছে। এরপর এসব ভুয়া আইডি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে বিভিন্ন জনের কাছে আর্থিক সাহায্য চেয়ে বার্তা পাঠাচ্ছে। এই ধরনের বার্তার কারণে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন এবং অনেক ক্ষেত্রে প্রতারিতও হচ্ছেন।

পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, অ্যাকাউন্টে কোনো বিশিষ্ট ব্যক্তির ছবি থাকলেই সেই মোবাইল নম্বর বা অ্যাকাউন্টটি যে তাঁর, এমনটি ধরে নেওয়া ঠিক নয়। তাই এ ধরনের কোনো সন্দেহজনক বার্তায় সাড়া না দিতে এবং এমন কোনো বার্তা পেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা অথবা পুলিশের সাইবার ইউনিটে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এআইজি শাহাদাত হোসাইন আরও জানান, প্রতারক চক্রটির বিরুদ্ধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। কেউ এই ধরনের প্রতারণামূলক কার্যক্রমে জড়িত থাকলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button