কুমিল্লা দেবীদ্বারে অস্বাস্থ্যকর খাবার ও যানজট, চার প্রতিষ্ঠানকে জরিমানা

অনুসন্ধানী প্রতিবেদক, কুমিল্লা: কুমিল্লার দেবীদ্বার পৌর এলাকায় অভিযান চালিয়ে রেস্তোরাঁসহ মোট চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশ ও ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে তিনটি হোটেল এবং সড়ক আইন অমান্য করে যানজট সৃষ্টির অপরাধে একটি পরিবহন সংস্থাকে এই অর্থদণ্ড দেওয়া হয়।
বুধবার (৫ নভেম্বর) সকাল ১১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল উদ্দিন দেবীদ্বার থানা পুলিশের একটি দলকে সঙ্গে নিয়ে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে পৌরসভার আজগর হোটেল, ছাবরিয়া হোটেল অ্যান্ড সুইটস এবং কালাম হোটেল—এই তিনটি হোটেলের ফ্রিজে পচা ও বাসি রান্না করা খাবার সংরক্ষণ এবং রান্নাঘরের পরিবেশ অস্বাস্থ্যকর পাওয়ায় কর্তৃপক্ষকে জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর ৫৩ ধারা অনুযায়ী প্রত্যেক হোটেল কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা করে মোট ৩০ (ত্রিশ) হাজার টাকা জরিমানা করেন।
এছাড়া, কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে যানজট সৃষ্টি করার অপরাধে ফারহানা পরিবহনকে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’-এর ৪৭ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল উদ্দিন বলেন, জনস্বার্থ রক্ষায় দেবীদ্বার পৌরসভার হোটেলগুলোকে স্বাস্থ্যকর পরিবেশের আওতায় আনতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।



