
অপরাধ বিচিত্রা ডেস্ক: দীর্ঘ এক দশক ধরে মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে নিরন্তর লড়াই করছেন ফাহিম শাহরিয়ার সোহান। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, বিগত তিন বছর ধরে তার সব চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে তিনি জীবনের সবচেয়ে সংকটময় মুহূর্ত পার করছেন। বারবার অসম্পূর্ণ আর ভুল চিকিৎসার কাছে পরাজিত হওয়ায় কোনো ডাক্তারই তাকে আর আশার আলো দেখাচ্ছেন না। এই অবস্থায় তার জন্য যেন মৃত্যুর প্রস্তুতিই একমাত্র উপযুক্ত সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে।
গত তিন বছর ধরে স্বাভাবিক জীবনযাপন তার জন্য দুঃস্বপ্ন। তিনি এখন কথা বলতে বা মুখ দিয়ে খাদ্য গ্রহণ করতে পারেন না। পেটে অস্ত্রোপচারের মাধ্যমে ‘পেগ টিউব’ (PEG tube) স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে তাকে সব খাবার দিতে হচ্ছে। একইসঙ্গে, স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ায় কৃত্রিমভাবে শ্বাস নেওয়ার জন্য গলায় ছিদ্র করে একটি টিউব বসানো হয়েছে। টিউমারটি অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করেছে এবং প্রচুর রক্তপাত হচ্ছে।
চিকিৎসকরা স্পষ্টভাবে জানিয়েছেন, আর এক মুহূর্তও দেরি করা চলবে না। দ্রুততম সময়ের মধ্যে তার চিকিৎসা শুরু করা আবশ্যক। দীর্ঘ ১০ বছর ক্যান্সারের ব্যয়বহুল চিকিৎসা চালাতে গিয়ে সোহানের পরিবার এখন সম্পূর্ণরূপে নিঃস্ব ও আর্থিক সংগতিহীন।
সোহানকে বাঁচাতে সমাজের বিত্তবান ও মানবিক হৃদয়বান মানুষদের সর্বোচ্চ সহযোগিতা একান্ত কাম্য। এই মুহুর্তে তার জীবন রক্ষার জন্য বিপুল অর্থের প্রয়োজন। আপনারা সবাই এগিয়ে এলে ফাহিম শাহরিয়ার সোহান হয়তো আরও একবার চিকিৎসার সুযোগ পেতে পারে এবং জীবনের পথে ফিরে আসতে পারে।
সহযোগিতার ঠিকানা:
বিকাশ (পার্সোনাল): ০১৭৭৩৫৬০১৩৯ (নাম: এমডি সাহেব আলী)
নগদ ও রকেট (পার্সোনাল): ০১৭৭৩৫৬০১৩৯
ব্যাংক অ্যাকাউন্ট (ডাচ বাংলা ব্যাংক):
- নাম: Fahim Shahriar Sohan
- অ্যাকাউন্ট নম্বর: ১৬৯১৫৭১৫৯৯৫৩
- রাউটিং নম্বর: ০৯০৭৬১৭৮৮
- শাখা: ১৬৯- পাবনা শাখা
বিশেষ অনুরোধ: মানবিক এই আবেদনে সাড়া দেওয়ার আগে দাতা ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা করার দায়িত্ব হিসেবে প্রদত্ত তথ্য, ছবি এবং ফোন নম্বরগুলি অবশ্যই যাচাই করে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।



