চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক:
সন্দ্বীপে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টায় বিএনপি নেতা মোস্তফা বাবুলের অনুসারী জানা যায়, গেল ২৫ অক্টোবর (শনিবার) ভুক্তভোগী নিজে সন্দ্বীপ থানায় এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পত্রে তিনি ধর্ষণচেষ্টায় তার প্রতিবেশী মাহিন উদ্দিনের নাম উল্লেখ করেন।
অভিযোগে বলা হয়, অভিযুক্ত মাহিন দীর্ঘদিন ধরে ওই গৃহবধূকে হেনস্তা করতেন এবং ঘটনার দিন তাকে জোর করে ধর্ষণের চেষ্টা করেন।
আরো জানা যায়, অভিযুক্ত মো. মাহিন উদ্দিন সন্দ্বীপ উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের মন্নানটেক সাকিনস্থ জামাল হুজুরের বাড়ির মো. মনসুরের ছেলে। তিনি স্থানীয়ভাবে বিএনপির চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের মনোনীত প্রার্থী ও আমেরিকা প্রবাসী মোস্তফা কামাল পাশা বাবুলের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে সু-পরিচিত।
এ ঘটনার পর ভুক্তভোগীর একটি ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং এলাকাজুড়ে শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়। এ সময় এলাকাবাসীর মধ্যে ক্ষোভও ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের দাবি, সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ও আসল দোষীকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২৫ অক্টোবর দুপুরে ভুক্তভোগী বাড়িতে একা ছিলেন। তখন মাহিন হঠাৎ ঘরে ঢুকে জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা করেন।
ভুক্তভোগী জানান, তিনি দাদী শাশুড়িকে ডাকতে গেলে মাহিন তার মুখ চেপে ধরে এবং শারীরিক সম্পর্ক স্থাপন না করলে ছেলেকে খুন করার হুমকি দেয়। পরে ধস্তাধস্তির এক পর্যায়ে রেশমা নিজেকে ছাড়াতে সক্ষম হন। এরপর লোকজন বিষয়টি টের পেলে মাহিন বাড়ি থেকে বেরিয়ে সন্দ্বীপ চ্যানেল পাড়ি দিয়ে ঢাকা পালিয়ে যায়।
ঘটনার সময় ভুক্তভোগীর দাদী শাশুড়ী বাড়ির টিনের বেড়ায় শব্দ শুনে ছুটে আসেন। পড়ে তিনি বলেন, ঘরে একা ছিল, সেই সুযোগে মাহিন অতর্কিতভাবে আক্রমণ করে। আমি শব্দ শুনে গেলে দেখি সে পালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিক বলেন, ভুক্তভোগী নিজে এসে মাহিন উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছে এবং তদন্তে চলমান। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়াও অফিসার ইনচার্জ (ওসি) সফিক আরও বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্ত মাহিন উদ্দীন পলাতক। তাকে ধরতে একাধিকবার অভিযানও চালানো হয়েছে। বিষয়টি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকেও (র্যাব)কে জানানো হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।



