অপরাধদুর্নীতিপ্রশাসনবাংলাদেশসম্পাদকীয়

আবেদন ছাড়াই কৃষি গবেষণার চাকরি সাবেক ডিজিসহ ৪৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর বৈজ্ঞানিক সহকারী পদে ব্যাপক নিয়োগ দুর্নীতির অভিযোগে সাবেক মহাপরিচালক (ডিজি) সহ মোট ৪৪ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৬ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয় থেকে এই মামলার অনুমোদন দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন সংস্থাটির উপপরিচালক মো. আকতারুল ইসলাম।

প্রাপ্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, ২০১৩ সালে বারি-এর বৈজ্ঞানিক সহকারী পদের ২০টি শূন্য আসনে জনবল নিয়োগের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়েছিল। ওই পরীক্ষার ফলাফল, লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং কোটা বিবেচনা করে বাছাই কমিটি সর্বমোট ১৮ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করেছিল। সেই সুপারিশ অনুযায়ী বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরবর্তীতে ওই ১৮ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করে।

কিন্তু দুদকের অনুসন্ধানে দেখা যায়, সুপারিশপ্রাপ্ত বৈধ ১৮ জনের বাইরে আরও ৪২ জন প্রার্থীকে সম্পূর্ণ অবৈধ উপায়ে নিয়োগ দেওয়া হয়। এই বিধিবহির্ভূত নিয়োগপ্রাপ্ত ৪২ জনের মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ ছিল যারা চাকরির জন্য কোনো আবেদনই করেননি অথবা পরীক্ষায় উত্তীর্ণ হননি।

দুদকের তদন্তে বেরিয়ে আসা অনিয়মের চিত্র নিম্নরূপ:

  • ২৫ জন প্রার্থী আইবিএ কর্তৃক গৃহীত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি।
  • ১৪ জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও সাক্ষাৎকারে অংশ নিয়ে উত্তীর্ণ হতে পারেননি।
  • সবচেয়ে মারাত্মক অভিযোগ হলো, তিনজন প্রার্থী চাকরির জন্য আবেদনই করেননি, তবুও তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

অর্থাৎ, এই ৪২ জন প্রার্থীকে সম্পূর্ণ বিধিবহির্ভূতভাবে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে নিয়োগ প্রদান করা হয়েছিল। অবৈধভাবে এই নিয়োগ প্রদানের দায়ে সাবেক ডিজিসহ মোট ৪৪ জনের বিরুদ্ধে মামলা রুজু করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন।

সূত্র: ঢাকা পোস্ট

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button