কন্যা হারানো শোক ভুলিয়ে স্বপ্নে কন্যার বার্তা: বদলে গেল মালেক ইবনে দিনারের জীবন
ইসলামিক বিচিত্রা ডেস্ক: ইসলামের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র এবং সুপরিচিত সাধক হলেন মালেক ইবনে দিনার (রহঃ)। তবে তার জীবন আমূল বদলে গিয়েছিল একমাত্র কন্যার মৃত্যুর পর দেখা একটি অলৌকিক স্বপ্নের মাধ্যমে। এই স্বপ্ন তাকে পাপের পথ ছেড়ে পুণ্যের পথে চলার প্রেরণা জুগিয়েছিল।
জানা যায়, মালেক ইবনে দিনার (রহঃ)-এর জীবনে একটিই কন্যাসন্তান ছিল। মাত্র সাত বছর বয়সে তার সেই প্রিয় কন্যাটি ইন্তেকাল করলে তিনি শোকে মুহ্যমান হয়ে পড়েন। দিবা-রাত্রি কন্যার জন্য রোদন করতে করতে তিনি একসময় আহার-নিদ্রা ত্যাগ করেন।
এক রাতে তিনি যখন ঘুমে আচ্ছন্ন, তখন এক ভয়ংকর স্বপ্ন দেখেন। তিনি দেখতে পান, একটি বিশাল সাপ তাকে তাড়া করছে। জীবন বাঁচাতে তিনি দ্রুত দৌড়াতে দৌড়াতে একটি পাহাড়ের কিনারে গিয়ে পৌঁছান। সেখানে তিনি সাদা পোশাকে সজ্জিত একজন দুর্বল বৃদ্ধকে দেখতে পান। তিনি বৃদ্ধের কাছে সাহায্য প্রার্থনা করলে, বৃদ্ধ জানান যে সাপটিকে মারার মতো শক্তি তার শরীরে নেই, তবে তিনি যেন দ্রুত পাহাড়ের উপরে উঠে যান।
পাহাড়ের চূড়ায় উঠে মালেক ইবনে দিনার (রহঃ) এক মনোরম দৃশ্য দেখতে পান—একটি সুন্দর অট্টালিকা, চারদিকে ফুলের বাগান এবং বহু শিশু কচি কণ্ঠে কথা বলছে। এমন সময় তার মৃত মেয়েটি ছুটে এসে তাঁকে সালাম জানায় এবং তাঁর কুশলাদি জানতে চায়। তিনি বলেন, “মা, তোমার শোকে আমি কাঁদতে কাঁদতে পাগল হয়ে গিয়েছি। আর হঠাৎ বিরাট এক সাপ আমাকে তাড়া করলে আমি দৌড়ে এখানে এসেছি।”
কন্যা তখন স্বপ্নের রহস্য উন্মোচন করে। সে জানায়, “আব্বা, ঐ বিশাল সাপটি হলো আপনার ‘বদ আমল’ বা পাপ কাজ, যা আপনাকে দংশন করার জন্য ধাওয়া করছিল। আর পাহাড়ের কিনারে আপনি যাকে দুর্বল বৃদ্ধরূপে দেখেছিলেন, তিনি হলেন আপনার ‘নেক আমল’ বা ভালো কাজ। আপনি নেক আমল কম করার কারণে তিনি দুর্বল হয়ে আছেন; তার শরীরে শক্তি নেই। যদি আপনি ভালো কাজ বেশি করতেন, তাহলে তিনি শক্তিশালী হয়ে ঐ বদ আমলরূপী সাপটিকে মেরে ফেলতে পারতেন।”
মেয়ে তখন তাঁকে তার জন্য কান্নাকাটি বন্ধ করে দিয়ে বেশি বেশি নেক আমল করার উপদেশ দেয়। সে বলে, ভালো কাজ বাড়াতে



