দেশবাংলাদেশমিডিয়ারাজনীতি

খালেদা জিয়ার আসনে এনসিপির মনোনয়ন সংগ্রহ ফেনী-১ থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য জোবায়েরের ফরম সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়ের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী এলাকা ফেনী-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সেলেরও সদস্য।

গত রবিবার (৯ নভেম্বর) বাংলামোটরস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।

জানা যায়, এহসানুল মাহবুব জোবায়ের ফেনী-১ আসন (পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া) থেকে আগামী নির্বাচনে অংশ নিতে আগ্রহী। এই আসনটিতে বেগম খালেদা জিয়াকে বিএনপির এবং সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম কামাল উদ্দিনকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

জোবায়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞান বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। তিনি ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা থেকে ২০১৪ সালে মাধ্যমিক এবং ২০১৬ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন।

রাজনৈতিক জীবনে আসার আগে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাকের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের অর্থ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের প্রচার ও প্রকাশনা সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিও ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ফেনী জেলা রেড ক্রিসেন্টের আজীবন সদস্যসহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সেবামূলক সংগঠনে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টার ভূমিকায় রয়েছেন। পর্যটন খাতে উন্নয়নের জন্য ২০২৩-২৪ সালে তিনি বাংলাদেশ সরকারের পর্যটন কর্পোরেশনের আওতায় ফেলোশিপ লাভ করেন। পেশাগতভাবে তিনি বর্তমানে বায়িং হাউজ ব্যবসার সাথে যুক্ত। তার পিতা আমিনুল ইসলাম এবং মাতা রাশেদা আকতার উভয়ই শিক্ষকতা পেশায় নিয়োজিত।

মনোনয়ন ফরম সংগ্রহের পর এহসানুল মাহবুব জোবায়ের সাংবাদিকদের জানান, আগামী ১৩ নভেম্বর পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম চলবে। তিনি ফেনী-১ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বিএনপি চেয়ারপারসনের আসনে মনোনয়নপত্র সংগ্রহ করা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “বেগম খালেদা জিয়াকে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় বগুড়ার আসনটি এনসিপির জন্য ছাড় দেওয়ার প্রাথমিক আলোচনা হয়েছে। আমি আশা করি, দল আমাকে ফেনী-১ আসনের জন্য চূড়ান্ত মনোনয়ন দেবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button