অপরাধ বিচিত্রা ডেস্ক: ঢাকা মহানগর এলাকায় কর্তব্যরত অবস্থায় ইনচার্জ পদমর্যাদার কর্মকর্তা ব্যতীত অন্য কোনো পুলিশ সদস্য মুঠোফোন ব্যবহার করতে পারবেন না। এই মর্মে কঠোর নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মূলত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করা, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের কর্মকাণ্ড সফলভাবে প্রতিহত করার লক্ষ্যেই এই নির্দেশ দেওয়া হয়েছে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশের মাধ্যমে সোমবার এই নির্দেশনা প্রদান করা হয়।
ওই আদেশে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিককালে উদ্বেগের সঙ্গে লক্ষ করা যাচ্ছে যে ডিউটিরত অবস্থায় ডিএমপি’র সদস্যরা মোবাইল ফোন ব্যবহার করায় তাদের সজাগ দৃষ্টি এবং কার্যকর দায়িত্বপালন বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলস্বরূপ, পুলিশ দৃশ্যত উপস্থিত থাকলেও নিজেদের ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে।
এমন পরিস্থিতিতে, সুষ্ঠু নির্বাচন, স্বাভাবিক আইন-শৃঙ্খলা ও নিষিদ্ধ সংগঠনের প্রতিরোধ নিশ্চিত করার জন্য ঢাকা মহানগর পুলিশের কর্তব্যরত সদস্যদের মধ্যে শুধুমাত্র ইনচার্জ ব্যতীত অন্যদের জন্য মুঠোফোন ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো।
আদেশে স্পষ্ট জানানো হয়েছে, কোনো পুলিশ সদস্য এই নির্দেশ অমান্য করলে তা গুরুতর শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হবে এবং তার বিরুদ্ধে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সুত্রঃ সমকাল



