নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পুরান ঢাকার ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তদের এলোপাথাড়ি গুলিতে তারিক সাইফ মামুন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে হাসপাতালের গেটের সামনে এই হামলার ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় মামুনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বেলা পৌনে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পরই এর একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফুটেজে দেখা যায়, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশদ্বারের সামনে দিয়ে মানুষজন স্বাভাবিকভাবে চলাফেরা করছে। হঠাৎ এক ব্যক্তি দৌড়াতে গিয়ে মাটিতে পড়ে যান। ঠিক তখনই পেছনে অস্ত্র হাতে তাকে ধাওয়া করা দুই ব্যক্তিকে দেখা যায়। ধাওয়াকারীদের মধ্যে একজন দূর থেকে প্রথমে গুলি করেন। এরপর অস্ত্র হাতে থাকা অপর দুইজন দ্রুত পড়ে যাওয়া ব্যক্তির কাছে এসে তার ওপর বেশ কয়েক রাউন্ড গুলি চালান। গুলি নিশ্চিত করে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক নিরাপত্তা কর্মী জানান, “আমরা হাসপাতালের ভেতরে ছিলাম। দুর্বৃত্তরা একজনকে ধাওয়া করতে করতে হাসপাতালের গেটের কাছে এসে প্রথমে তার পায়ে গুলি করে। মাটিতে পড়ে যাওয়ার পর তাকে আবারও বেশ কয়েকটি গুলি করে তারা।”
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল এবং বেলা ১১টা ৪৫ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
কোতোয়ালি জোনের সহকারী কমিশনার ফজলুল হকও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “হাসপাতালের কাছে অজ্ঞাত দুর্বৃত্তরা একজনকে গুলি করে গুরুতর আহত করে। তাকে প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে কাউকে শনাক্ত করা যায়নি। তবে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”



