বিচার বিভাগের দুর্নীতি নিয়ে প্রশ্ন তুললে সাংবাদিকরা ঝুঁকিতে

নিউজ ডেস্ক :বাংলাদেশের বিচার বিভাগে দুর্নীতি এখনো বড় বাস্তবতা। টিআইবি’র সাম্প্রতিক জরিপে দেখা গেছে, দেশের ৬২ শতাংশ নাগরিক বিচার বিভাগের সেবা নিতে গিয়ে দুর্নীতির শিকার হয়েছেন। ঘুষ, প্রভাব খাটানো এবং রায় বিলম্ব—এই তিনটি বিষয়কেই দুর্নীতির প্রধান রূপ হিসেবে চিহ্নিত করা হয়েছে।তবে এসব অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশ করতে গিয়ে সাংবাদিকরাই পড়ছেন সবচেয়ে বেশি চাপে। আইন বিশেষজ্ঞরা বলছেন, বিচার বিভাগের বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন করলেই অনেক সময় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, হুমকি বা হয়রানির ঘটনা ঘটে। এতে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও জনস্বার্থে তথ্য প্রকাশের অধিকার বাধাগ্রস্ত হচ্ছে।মানবাধিকার কর্মীরা মনে করেন, বিচার বিভাগের দুর্নীতি রোধে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু তাদের নিরাপত্তা ও প্রকাশের স্বাধীনতা নিশ্চিত না হলে ন্যায়বিচার প্রতিষ্ঠা অসম্ভব হয়ে পড়বে।সরকার ও সংশ্লিষ্ট মহলকে আহ্বান জানানো হয়েছে—দুর্নীতির বিরুদ্ধে রিপোর্টিংয়ে সাংবাদিকদের সুরক্ষা ও স্বাধীনতা নিশ্চিত করতে আইনগত সহায়তা ও নীতিমালা প্রণয়ন করার জন্য।



