চট্টগ্রামবাংলাদেশমিডিয়ারাজনীতিসম্পাদকীয়

ব্যক্তিগত খরচে বিদেশ সফরে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন

মোঃ জুবায়ের: চট্টগ্রামের সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, আমি সরকারি ছুটির দিনে সিটি করপোরেশনের নানা দাপ্তরিক কাজ করলেও সরকারি গাড়ি ব্যবহার করিনা। এতে জ্বালানি খরচ হয়না। তাছাড়াও আমার বিদেশ সফরের খরচ সম্পূর্ণ ব্যক্তিগতভাবে বহন করি৷ এতে চসিক বা সরকারি কোষাগার থেকে কোন অর্থ ব্যয় হয়না।

রোববার রাতে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান৷ তিনি আরও জানান, আমার লন্ডন সফরকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসনিক কার্যক্রমের তদারকি করবেন চসিকের সচিব ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন। শুধু লন্ডন সফর নয় এর আগে চসিক মেয়রের কানাডার টরেন্টো সফরের খরচও মেয়র ব্যক্তিগতভাবে বহন করেছেন। সরকার, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ঠিকাদার বা তৃতীয় কোন পক্ষ এই সফরের অর্থায়ন করছে না।

এছাড়া বিবৃতিতে মেয়র আরো জানান, চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন দাপ্তরিক দায়িত্ব পালন করলেও মেয়র সাপ্তাহিক ছুটির দিনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের গাড়ি অথবা জ্বালানি ব্যবহার করেন না। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে তিনি ব্যক্তিগত গাড়ি এবং জ্বালানি ব্যবহার করেন। এ বিষয়ে কোন ধরনের বিভ্রান্তি বা গুজবে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানান মেয়র।

এর আগে গত শুক্রবার রাত আটটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে যুক্তরাজ্যের উদ্দেশ্যে দেশ ছাড়েন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। আগামী ২১ নভেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে চসিক মেয়রের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button