
অপরাধ বিচিত্রা ডেস্ক: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মনির হোসেনের নামে থাকা দুটি নৌযান জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। প্রায় ১০ কোটি টাকা মূল্যের এই নৌযান দুটি হলো— ‘এমডি সেইলর-১’ এবং ‘এমডি সেইলর-২’।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের সহকারী পরিচালক মো. নাছরুল্লাহ হোসাইন আদালতে নৌযান জব্দের আবেদনটি করেন। ওই আবেদনে বলা হয়, আসামি মনির হোসেন ১৮ কোটি ৮২ লাখ ৫৬ হাজার ১৪২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে নিজ দখলে রেখেছেন। এছাড়া, তিনি নিজের নামে ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে ৩১ কোটি ৩১ লাখ ৭০ হাজার ৮৩৪ টাকা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে অসংখ্য সন্দেহজনক লেনদেন করেছেন।
এই গুরুতর অভিযোগে মনিরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করেছে দুদক।
দুদক আবেদনে আরও উল্লেখ করে, গোপন সূত্রে জানা গেছে যে আসামি মনির হোসেন তার সম্পত্তি অন্যত্র বিক্রি, হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে এসব সম্পদ হস্তান্তর হয়ে গেলে রাষ্ট্রের সমূহ ক্ষতি হতে পারে। এই কারণে সুষ্ঠু তদন্ত ও বিচার প্রক্রিয়ার স্বার্থে এই নৌযান দুটিসহ অন্যান্য সম্পদ জব্দ করা একান্ত জরুরি।
আদালতের জব্দ আদেশ কার্যকর করার জন্য নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।



