
এম এ মান্নান: কুমিল্লা-০৫ ( বুড়িচং -ব্রাহ্মণ পাড়া আসনে বিএনপির বুড়িচং উপজেলা সভাপতি দলীয় মনোনয়ন দাবি করে তারুণ্যের বৃদ্ধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে সাবেক সফল বুড়িচং উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এটিএম মিজানুর রহমান মনোনয়ন দাবীতে কয়েক হাজার শিক্ষার্থী সহ সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নিমসাইর বাজার হইতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তব্য দেন- ভারেল্লা উত্তর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো : জহিরুল কাইয়ুম ও রেজাউল করিম রাজু জিয়া মন্ঞ কুমিল্লা জেলা যুগ্ম আহব্বায়ক বলেন তৃনমুল পর্যায়ের আমরা যাকে পেয়েছি তিনি এটিএম মিজানুর রহমান যিনি বুড়িচং উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি সাধারণ মানুষের নয়ন মনি তাই কুমিল্লা -০৫ সংসদীয় আসনে বিএনপি পক্ষ হইতে পূর্ণ বিবেচনা করে মনোনয়ন প্রধান করতে আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশ।
বক্তারা বলেন, তারুণ্যের নেতৃত্ব, পরিবর্তনের আশা ও নতুন প্রজন্মের প্রতিনিধিত্বের প্রতীক হিসেবে এটি এম মিজানুর রহমানকে কুমিল্লা-০৫ আসনে মনোনয়ন দেওয়া প্রয়োজন। তারা বলেন, এ আসনের তরুণ ভোটারদের আস্থা ও বিশ্বাসের জায়গায় তিনি বহুদিন ধরে কাজ করে যাচ্ছেন। কুমিল্লার উন্নয়ন, শিক্ষার্থীদের সুযোগ বিস্তার এবং যুবসমাজকে ঐক্যবদ্ধ করতে এটি এম মিজানুর রহমানকে মনোনয়ন দিতে হবে।
সমাবেশস্থলে শিক্ষার্থীরা ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুনে ‘তারুণ্যর শক্তি, উন্নয়নের প্রতীক আলহাজ্ব এটিএম মিজানুর রহমানকে, ‘তারুণ্যের নেতৃত্ব চাই’, ‘কুমিল্লা-০৫ এ তরুণ প্রার্থী চাই’, ‘আমাদের সিদ্ধান্ত–মিজান ভাই আমাদের প্রার্থী, ‘ তিন আমাদের নেতা , ব্যান্ড নয়-দরকার বিশ্বাসের মানুষ,পরিচ্ছন্ন মানুষ’, ‘প্রচণ্ড শীতে যে ছিল বসন্তেও তাকে চাই’সহ নানা স্লোগান লিখে প্রদর্শন করেন।
আয়োজকদের দাবি, তরুণদের নেতৃত্বকে মূল্যায়ন, মনোনয়ন পুনর্বিবেচনা এবং নতুন প্রজন্মের চিন্তা–ভাবনার প্রতিফলন ঘটাতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এদিকে আলহাজ্ব এটিএম মিজানুর রহমানকে মনোনয়নের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। সমর্থকরা মহাসড়ক অবরোধের মাধ্যমে আন্দোলনের সূচনা করেন।



