অপরাধআইন ও বিচারচট্টগ্রামপ্রশাসনসম্পাদকীয়

মহিউদ্দিন চৌধুরী’র বাসভবনে অভিযান আটক ৭

মুহাম্মদ জুবাইর: চট্টগ্রামের সাবেক চসিক মেয়র মহিউদ্দিন চৌধুরী সাবেক শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরীরর বাসভবনে অভিযান চালায় থানা পুলিশ। আজ বিকেল ৪টায় চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেটের চশমা হিলে
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর চট্টগ্রাম নগরীর বাসভবনে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় বাসভবনে থাকা সাতজনকে আটক করা হয়েছে। মহিবুল হাসান চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে।

আজ বুধবার (১২নবেম্বর)বেলা সাড়ে তিনটার দিকে নগরীর ২ নম্বর গেটের চশমা হিল এলাকায় এ অভিযান চালায় পাঁচলাইশ থানা-পুলিশ। যদিও আটক ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযানের পর যাচাই-বাছাইয়ের জন্য বাসার সিসিটিভি ক্যামেরার ডিভিডিআর বক্স জব্দ করে পুলিশ। তবে এলাকাবাসীর সূত্রে জানা যায় তারা কেউ আওয়ামীলীগ রাজনৈতিকভাবে যুক্ত নয়।

পুলিশ সূত্রে জানা যায়, ২ নম্বর গেট এলাকায় মহিবুল হাসানের ছোট ভাই বোরহান ও বিএনপি নেতা নিয়াজ ‘ক্যাফে মিলানো’ নামে একটি রেস্তোরাঁ পরিচালনা করতেন। সেটি গত বছরের ৫ আগস্টের পর বন্ধ, তবে অনলাইনে তাঁরা খাবার বিক্রি করেন। আটক সাতজন ওই রেস্তোরাঁয় কাজ করতেন বলে দাবি করেছেন। সে ধরনের তথ্যও পাওয়া গেছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান সাংবাদিকদের বলেন, ‘আমরা একটি ফেসবুক পোস্ট পেয়েছি, যেখানে বলা হচ্ছে ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে এখানে জড়ো হচ্ছে কিছু লোক। তথ্য ছিল এখানে যাঁরা জড়ো হচ্ছেন, তাঁদের জন্য বাইরে থেকে খাবার আসছে। তবে আমরা সে ধরনের কিছু পাইনি। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button