চন্দনাইশে ২,০০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের চন্দনাইশ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ১২/১০/২০২৫ ইং তারিখ রাত সাড়ে ৭টার দিকে (১৯:৩০ ঘটিকা) চন্দনাইশ থানা পুলিশ এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
থানা সূত্র জানায়, এসআই মো. শরিফুল ইসলামের নেতৃত্বে সংগীয় ফোর্স চন্দনাইশ পৌরসভাস্থ ৮নং ওয়ার্ডের চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়কের পাশে মক্কা ফিলিং স্টেশন সংলগ্ন মেসার্স আমিন মোটরস শোরুমের সামনের ফাঁকা জায়গায় একটি চেকপোস্ট বসায়। চেকপোস্ট চলাকালে হানিফ স্টার প্রাইভেট লিমিটেড নামের একটি বাসে তল্লাশি চালিয়ে ইমাম হোসেন (৫৮) নামের এক ব্যক্তির কাছ থেকে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত ইমাম হোসেনকে জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার নাম ইমাম হোসেন (৫৮), পিতা-মৃত আব্দুর রহমান, সাং-পশ্চিম মরিচ্যা, গুরা মিয়া গ্যারেজ এর পাশে, ১নং ওয়ার্ড, ইউপি-হলুদিয়া পালং, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে চন্দনাইশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।



