
নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেগম রোজী কবিরের প্রথম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার (১৩ই নভেম্বর)।
বেগম রোজী কবির বিএনপির জন্মলগ্ন থেকেই সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বিএনপির দুর্দিনের কাণ্ডারী ও বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত নেত্রী হিসেবে পরিচিত ছিলেন। স্বৈরাচার ও ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সহ ‘ওয়ান ইলেভেন’-এর ক্রান্তিকালে তার অসামান্য অবদান দল এবং দেশ শ্রদ্ধার সাথে স্মরণ করে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমার পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে দোয়া মাহফিল, কবর জেয়ারত এবং এতিমখানায় খাদ্য বিতরণ। এছাড়াও, চট্টগ্রাম মহানগর বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে মরহুমার কবরে পুষ্পস্তবক অর্পণ ও একটি স্মরণসভার আয়োজন করা হবে।
মরহুমার পরিবার বেগম রোজী কবিরের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে বিশেষভাবে দোয়া চেয়েছেন। দল ও সমাজের প্রতি তার গুরুত্বপূর্ণ অবদানকে স্মরণ করে শ্রদ্ধা জানাতে সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।



