মুক্তাগাছায় শিশু নির্যাতন: ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী, গ্রেপ্তার ৩

অপরাধ বিচিত্রা ডেস্ক: ময়মনসিংহের মুক্তাগাছা থানাধীন ৬নং মানকুন ইউনিয়নে এক অপ্রাপ্তবয়স্ক শিশুর ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে। এই জঘন্য ঘটনার পর দ্রুত অভিযান চালিয়ে পুলিশ তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তবে, এই ঘটনায় জড়িত একজন অভিযুক্ত এখনো পলাতক রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু নির্যাতনের বিষয়টি প্রকাশ্যে আসার পর পুরো এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তাদের দাবি, “আমরা চাই, দোষীদের যেন কঠোরতম শাস্তি হয়, যাতে ভবিষ্যতে কেউ এমন জঘন্য কাজ করার সাহস না পায়।”
এ বিষয়ে মুক্তাগাছা থানা পুলিশ জানিয়েছে, ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত মামলা দায়ের করা হয়েছে। এছাড়া, ভিকটিমের সুরক্ষার জন্য সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং পলাতক অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করার জন্য পুলিশি তৎপরতা অব্যাহত আছে।



