ডেস্ক রিপোর্ট: শুক্রবার (১৪ নভেম্বর, ২০২৫) সকালে কুমিল্লার দেবিদ্বারে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. হাফেজ (৬) নামের এক শিশু মর্মান্তিকভাবে নিহত হয়েছে। সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে ইউছুফপুর বাসস্ট্যান্ড সংলগ্ন কুমিল্লা–সিলেট আঞ্চলিক সড়কে দ্রুতগামী মাটিবাহী ট্রাকের চাপায় শিশুটির মৃত্যু হয়। নিহত হাফেজ ইউছুফপুর ইউনিয়নের মোগসাইর গ্রামের মো. আলী হোসেনের পুত্র।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটি সড়কের পাশের একটি দোকান থেকে চিপস কিনতে যাচ্ছিল। ঠিক তখনই বেপরোয়া গতিতে আসা মাটিবোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের চাপায় ঘটনাস্থলেই শিশুটির প্রাণ চলে যায়।
স্থানীয়রা জানান, ট্রাকচালক সম্পূর্ণ বেপরোয়াভাবে রাস্তা ছেড়ে নিচে নামিয়ে গাড়ি চালাচ্ছিল। দুর্ঘটনার ভয়াবহতায় শিশুটির মাথা-মগজ চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ী চালকের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।
নিহত হাফেজের চাচা মো. নবির অভিযোগ করে বলেন, “হাফেজ তার মায়ের সঙ্গে খালার বাড়িতে যাচ্ছিল। ট্রাক চাপা দিয়ে তাকে হত্যা করেছে। আমরা এই ঘটনার সঠিক বিচার চাই।”
দুর্ঘটনার পরপরই চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে স্থানীয় জনতা ট্রাকটি আটক করে। খবর পেয়ে মিরপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আনিছুর রহমান দল নিয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছান এবং ট্রাকটি জব্দ করেন।
এসআই আনিছুর রহমান জানান, নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। তিনি আরও নিশ্চিত করেন যে, এই মর্মান্তিক ঘটনায় সড়ক আইনে একটি হত্যা মামলা দায়ের করা হবে এবং পালিয়ে যাওয়া ঘাতক চালককে দ্রুত গ্রেফতারের জোর চেষ্টা চালাচ্ছে পুলিশ।



