চট্টগ্রামে এক লক্ষ পিস ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ: চালক পলাতক

নিজস্ব প্রতিবেদক: গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানা ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করেছে। এই ঘটনায় জড়িত মাদক কারবারি ও চালক পলাতক রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) এসআই মিজানুর রহমান চৌধুরী, এসআই তারেকুল ইসলাম, এএসআই সোহেল আহাম্মদ, এএসআই শাহ পরান জান্নাত এবং সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি দল কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান ও চেকপোস্ট ডিউটি করছিল। এসময় তারা গোপন সূত্রে জানতে পারেন যে, কক্সবাজার থেকে একটি প্রাইভেটকারযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে একজন মাদক ব্যবসায়ী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।
এই সংবাদের ভিত্তিতে, এসআই মিজানুর রহমান চৌধুরী তার দল নিয়ে কোতোয়ালী থানাধীন মেরিনার্স রোডস্থ চামড়ার গুদাম সংলগ্ন ওমর আলী মার্কেটের সামনে একটি চেকপোস্ট স্থাপন করেন। সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজারের দিক থেকে আসা ঢাকা মেট্রো গ-৩৭-১৮৪৯ নম্বরের একটি প্রাইভেটকারকে থামার সংকেত দিলে, গাড়িতে থাকা অজ্ঞাতনামা চালক চেকপোস্ট থেকে কিছুটা দূরে গাড়ি থামিয়ে দ্রুত পালিয়ে যায়। সে সময় রাস্তায় তীব্র যানজট থাকায় চালককে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে, পুলিশ চলন্ত অবস্থায় থাকা প্রাইভেটকারটি হেফাজতে নেয়। ঘটনাস্থলে উপস্থিত সাধারণ জনগণ, সংবাদকর্মী এবং বিভিন্ন টিভি চ্যানেলের প্রতিনিধিদের উপস্থিতিতে গাড়িটি তল্লাশি করা হয়। প্রাইভেটকারের পিছনের ব্রেক ঢালার ভেতর থেকে একটি কালো রঙের ট্রাভেল ব্যাগে ১০টি বড় প্যাকেটে মোট ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

এছাড়াও, মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি এবং চালকের ফেলে যাওয়া একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত প্রাইভেটকারের অজ্ঞাতনামা চালক ও গাড়ির মালিকের নাম-ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এই অভিযান চট্টগ্রাম মহানগরীতে মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থানেরই ইঙ্গিত বহন করে।



