পাওনা টাকার বিরোধে মোবাইল মেকানিক আকাশ খুন: ১৬ ঘণ্টার মধ্যে ৩ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীর এনায়েতবাজার এলাকায় মোবাইল ব্যবসায়ী আকাশ ঘোষ হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত মোঃ সানি এবং তার দুই সহযোগী মোঃ ইউসুফ ও শাকিল আলম ফয়সালকে মাত্র ১৬ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম। পাওনা টাকার বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
র্যাব-৭ সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর ২০২৫ তারিখ দিবাগত রাত আনুমানিক ১টায় চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন এনায়েতবাজার এলাকায় ২৬ বছর বয়সী যুবক আকাশ ঘোষকে স্থানীয় সন্ত্রাসীরা প্রকাশ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আকাশকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই নৃশংস হত্যাকাণ্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সাথে প্রচারিত হয়। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে র্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়।

এরই ধারাবাহিকতায়, গত রাতে র্যাব-৭ এর একটি অভিযানিক দল চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানাধীন রৌশন হাট এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূলহোতা মোঃ সানি (২৪)-কে গ্রেফতার করতে সক্ষম হয়। সানি চট্টগ্রাম কোতোয়ালী থানার এনায়েতবাজার এলাকার মোঃ আলমের ছেলে।
পরে গ্রেফতারকৃত আসামী মোঃ সানির দেওয়া তথ্যের ভিত্তিতে অপর একটি অভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন রেয়াজউদ্দিন রোড চৈতন্য গলি এলাকায় অভিযান চালিয়ে সানির সহযোগী মোঃ ইউসুফ (৩৫) এবং শাকিল আলম ফয়সাল (২৬)-কে গ্রেফতার করে। ইউসুফও এনায়েতবাজার এলাকার মোঃ আলমের ছেলে এবং ফয়সাল কোতোয়ালী থানার নন্দনকানন এলাকার নূর আলমের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, নিহত আকাশ ঘোষ (২৬) চট্টগ্রাম মহানগরীর গোয়ালপাড়া পুকুরপাড় এলাকার বাসিন্দা এবং পেশায় মোবাইল মেকানিক ছিলেন। প্রায় এক মাস আগে অভিযুক্ত সানি তার মোবাইল ফোনের ডিসপ্লে পরিবর্তনের জন্য আকাশের দোকানে আসেন। আকাশ ডিসপ্লে পরিবর্তন করে মেরামতের খরচ বাবদ ১৫০০ টাকা পরিশোধ করতে বলেন। সানি কিছু টাকা পরিশোধ করলেও বাকি টাকা বকেয়া ছিল।
গত ১৪ নভেম্বর ২০২৫ তারিখে আকাশ ঘোষ তার বাকি পাওনা টাকা আদায়ের জন্য সানিকে চাপ দিলে, সানি তাকে টাকা পরিশোধের জন্য রাত আনুমানিক ১টায় কোতোয়ালী থানাধীন কসাইপাড়া এলাকার একটি গলিতে ডেকে নিয়ে যায়। সেখানে অভিযুক্ত সানি এবং তার অন্যান্য সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে আকাশ ঘোষকে গুরুতর জখম করে হত্যা করে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এই দ্রুত গ্রেফতারের ঘটনায় র্যাবের তৎপরতা প্রশংসিত হচ্ছে



