বরিশালসমাবেশসম্পাদকীয়

চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন খান, স্টাফ রিপোর্টার: বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আজ অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) কাজী আসাদুজ্জামান।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল,
অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট;
সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি;
সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম (কেন্দ্রীয় কমিটি)।

সভায় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বলেন,
“বিদ্যালয়ে কোনো ধরনের কোচিং বাণিজ্য চলবে না। প্রয়োজনে শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের বিনা খরচে পড়ানোর ব্যবস্থা করা হবে।”
তিনি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিকতা ও শৃঙ্খলা গঠনের গুরুত্ব তুলে ধরে অভিভাবকদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

এ সময় আরও বক্তব্য রাখেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক প্রতিনিধি এবং শিক্ষার্থীরা। তাঁরা বিদ্যালয়ের উন্নয়ন, পাঠদানের মান, ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষার পরিবেশ নিয়ে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফুল ইসলাম।

সভা শেষে বিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রধান শিক্ষক অভিভাবকদের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button