ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযান: ৪ লাখ টাকার ভারতীয় মদসহ কারবারি আটক
ডেস্ক রিপোর্ট: শেরপুরের ঝিনাইগাতীতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ২৫৮ বোতল ভারতীয় মদ এবং একটি মোবাইল ফোনসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত এই সামগ্রীর আনুমানিক বাজারমূল্য ৪ লক্ষ ১৩ হাজার টাকা।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারি আক্তার মিয়াকে আটক করা হয়। তার কাছ থেকে মোট ২৫৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এছাড়া তার ব্যবহৃত একটি ইনফিনিক্স (Infinix) মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। জব্দকৃত মদ ও মোবাইল ফোনটির সর্বমোট সিজার মূল্য ৪,১৩,০০০ (চার লক্ষ তেরো হাজার) টাকা।
আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবির এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও তারা উল্লেখ করেছে।



