আইন ও বিচারপ্রশাসনবাংলাদেশবিশ্লেষণসংগৃহীত সংবাদ

মামলার গতিপথ বুঝবেন যেভাবে: ৬ ধাপে আইনি প্রক্রিয়ার সহজ নির্দেশিকা

আইনজীবী ছাড়াই আদালতের কার্যক্রম বোঝার উপায়, সাধারণ মানুষের জন্য মামলার পর্যায়ক্রমিক পরিচিতি

অপরাধ বিচিত্রা ডেস্ক: আদালতে একটি মামলা দায়ের হওয়ার পর রায় ঘোষণা পর্যন্ত কী কী ধাপ পেরোয়, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রায়ই বিভ্রান্তি থাকে। আইনি প্রক্রিয়ার জটিলতা এড়াতে এবং নিজ মামলার অগ্রগতি সম্পর্কে অবগত থাকতে নিম্নোক্ত ৬টি মূল পর্যায় সম্পর্কে ধারণা থাকা জরুরি। একটি দেওয়ানি বা ফৌজদারি মামলা শুরু থেকে নিষ্পত্তি পর্যন্ত সাধারণত এই ৬টি ধাপে এগিয়ে যায়।

মামলার ৬টি মূল পর্যায় ও বোঝার উপায়

পর্যায়শিরোনামমূল কার্যক্রমসাধারণ মানুষ বুঝবেন যেভাবে (শনাক্তকরণ)
১.দায়ের ও গ্রহণ (Institution & Filing)বাদী (অভিযোগকারী) কর্তৃক অভিযোগপত্র বা আবেদন আদালতে জমা দেওয়া হয়।মামলা নম্বর: আদালত থেকে একটি নির্দিষ্ট মামলা নম্বর (Case Number) পাওয়া। এটি প্রক্রিয়াকরণের শুরু নির্দেশ করে।
২.সমন ও জবাব (Summons & Reply)আদালত থেকে বিবাদীপক্ষকে হাজির হওয়ার জন্য সমন পাঠানো হয়। বিবাদীপক্ষ লিখিত আকারে (Written Statement) তার বক্তব্য বা জবাব জমা দেয়।কোর্ট অর্ডার: আদালত বিবাদীপক্ষকে ডাক পাঠিয়েছে কিনা বা তারা লিখিত জবাব দাখিল করেছে কিনা তা পরবর্তী তারিখে কোর্ট অর্ডারে দেখে বোঝা যায়।
৩.বিতর্ক স্থিরীকরণ (Framing of Issues)বিচারক মামলার মূল বিতর্ক বা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি চিহ্নিত করে স্থির করেন, যার ভিত্তিতে আদালতকে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে।আদেশের ভাষা: কোর্ট অর্ডারে যখন “Issue is framed” বা “Issue settled” এই ধরনের শব্দ লেখা থাকে।
৪.সাক্ষ্য গ্রহণ (Evidence & Hearing)উভয় পক্ষ তাদের পক্ষে সাক্ষ্য ও প্রমাণাদি উপস্থাপন করে। উভয় পক্ষের আইনজীবীরা জেরা (Cross-examination) সম্পন্ন করেন।সাক্ষী উপস্থিতি: সাক্ষীরা আদালতে হাজির হওয়া শুরু করলে। কোর্ট নোটে “PW” (Prosecution Witness) বা “DW” (Defence Witness) উল্লেখ থাকা।
৫.যুক্তিতর্ক (Argument)সাক্ষ্য-প্রমাণ গ্রহণের পর উভয় পক্ষের আইনজীবীরা তাদের দাবির সমর্থনে এবং প্রতিপক্ষের দাবির বিপক্ষে চূড়ান্ত আইনি যুক্তি উপস্থাপন করেন।আদেশের ভাষা: কোর্টের কার্যক্রমে যখন “Argument heard” বা পরবর্তী তারিখের জন্য “Fix for Argument” লেখা হয়।
৬.রায় বা আদেশ (Judgment / Order)সমস্ত সাক্ষ্য ও যুক্তি শোনার পর বিচারক চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেন এবং আদেশ দেন।আদেশের ভাষা: কোর্ট অর্ডারে যখন “Judgment delivered” বা “Fix for Judgment” লেখা থাকে।

একজন সাধারণ নাগরিক নিম্নলিখিত তিনটি উপায়ে তার মামলার সঠিক অবস্থান সম্পর্কে জানতে পারেন:

১. কোর্ট অর্ডার শিট পর্যবেক্ষণ: আদালতে প্রতিটি শুনানির পর একটি আদেশ লেখা হয় (কোর্ট অর্ডার শিট)। এই শিটে ব্যবহৃত শব্দগুলো দেখেই বোঝা যায় মামলাটি কোন ধাপে আছে। উদাহরণস্বরূপ, “Summons issued” মানে দ্বিতীয় ধাপ, “PW 1 examined” মানে চতুর্থ ধাপ, এবং “Judgment delivered” মানে চূড়ান্ত ধাপ।

২. আইনজীবীর মাধ্যমে যোগাযোগ: নিজের মামলার দায়িত্বে থাকা আইনজীবীর কাছ থেকে পরবর্তী তারিখের কার্যসূচি এবং বর্তমান অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া সবচেয়ে নির্ভরযোগ্য উপায়।

৩. ডিজিটাল ট্র্যাকিং: দেশের অনেক আদালতে এখন ডিজিটাল ব্যবস্থা চালু হওয়ায় MyCourt App বা বিচার বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটগুলোর মাধ্যমে কেস ট্র্যাকিং বা মামলার বর্তমান অবস্থা অনলাইনেও জানা সম্ভব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button