অন্যান্যঅপরাধআইন ও বিচারকুমিল্লাচট্টগ্রামচট্টগ্রাম বিভাগদেশবাংলাদেশ

কুমিল্লা চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আটক-১

কুমিল্লা জেলা  প্রতিনিধি :কুমিল্লার চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়নের রাজবল্লবপুর-কর্তাম এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ মো. টিপু নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।

শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার গুণবতী ইউনিয়নের রাজবল্লবপুর-কর্তাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটককৃত আসামি মো: টিপু গুণবতী ইউনিয়নের রাজবল্লবপুর গ্রামের বাসিন্দা।

রবিবার (১৬ নভেম্বর) তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

চৌদ্দগ্রাম সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম শনিবার রাতে গুণবতী ইউনিয়নের রাজবল্লবপুর-কর্তাম এলাকায় টিপুর বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে টিপুর বসতঘর থেকে দেশীয় তৈরি একটি আগ্নেয়াস্ত্রসহ তাকে আটক করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘অস্ত্রসহ আটককৃত আসামি টিপুর বিরুদ্ধে মামলা করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button