
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: মোঃ ইয়াদুল ইসলাম: বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ জাহাঙ্গীর মাস্টারের কনিষ্ঠ পুত্র ও গৌরনদী উপজেলা যুবলীগের সদস্য মোঃ আমিনুল ইসলাম হাওলাদার (৪২)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে কমলাপুর গ্রামে নিজ বাড়ির সন্নিকটে পুকুরের ঘাটলা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পরিবার ও স্বজনরা অভিযোগ করেছেন আমিনুল ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, আমিনুল ইসলাম প্রতিদিন রাতের খাবার খেয়ে বাজারে যেতেন এবং রাত ১২টার দিকে বাড়িতে ফিরতেন। শনিবার রাতেও তিনি খাবার খেয়ে বের হন, কিন্তু আর বাড়ি ফেরেননি। রোববার সকালে স্থানীয়রা পুকুরের ঘাটলায় তাঁর লাশ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেন। পরে পুলিশকে জানানো হলে গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্তের জন্য মরদেহ থানায় নিয়ে আসে।
নিহতের স্ত্রী পারভিন আক্তার অভিযোগ করে বলেন, তিনি প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে বাইরে গিয়েছিলেন। কিন্তু আর ফিরে আসেননি। তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
নিহতের বড় ভাই মোঃ মাজারুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা দূরে কোথাও বসে পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করে তারপর বাড়ির পাশে ঘাটলায় লাশ ফেলে গেছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
নিহতের বোনের স্বামী ও উপজেলা যুবলীগ সদস্য মোঃ মিন্টু সরদার জানান, আমিনুলের গলায়, বুকে ও পিঠে নির্যাতনের দাগ পাওয়া গেছে। গলার পিছনে রক্তাক্ত ক্ষতও ছিল। তিনি ঘটনাটি তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ বিচারের দাবি জানান।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে পুকুরে খোঁজাখুঁজি করে ঘাটলার নিচ থেকে আমিনুলের মরদেহ উদ্ধার করি। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবার হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।



