চাঁদপুরের ফরিদগঞ্জে বিক্রয় প্রতিনিধি হত্যা: আন্তঃজেলা ডাকাত সর্দার রবিন র্যাবের হাতে ধরা

মো: রাজন পাটওয়ারী, চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে বিক্রয় প্রতিনিধি রুহুল আমিনকে গুলি করে হত্যার ঘটনায় আলোচিত আন্তঃজেলা ডাকাত দলের প্রধান মোঃ রফিকুল ইসলাম রবিন ওরফে রবিন ডাকাত (৩১) অবশেষে র্যাবের অভিযানে ধরা পড়েছে।
রোববার (১৭ নভেম্বর) রাতে র্যাব–১১ এর একটি বিশেষ দল তথ্য-প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক রবিন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চান্দিরগাঁও গ্রামের হাজী শামসুন নুর পাটোয়ারীর ছেলে। তার বিরুদ্ধে হত্যাসহ ডাকাতি ও অস্ত্র আইনের মোট ১৪টি মামলা রয়েছে বলে র্যাব জানিয়েছে।
হত্যাকাণ্ডটি ঘটে ১১ নভেম্বর রাতে। ফরিদগঞ্জ উপজেলার রুস্তমপুর এলাকায় সমিতির পোলের কাছে সিটি কম্পানির বেঙ্গল গ্রুপের বিক্রয় প্রতিনিধি রুহুল আমিনের মোটরসাইকেলের গতি রোধ করে রবিন ও তার সহযোগী। টার্গেট করে রাখা নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে রুহুল আমিন ডাকাত ডাকাত বলে চিৎকার করে ওঠেন। এতে ক্ষিপ্ত হয়ে রবিন তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। ঘটনাস্থলেই মারা যান রুহুল আমিন। এরপর ডাকাতরা দ্রুত স্থান পরিবর্তন করে আত্মগোপনে চলে যায়।
ঘটনার পর নিহতের বাবা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মামলা করেন। হত্যার ভয়াবহতা সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম এবং প্রিন্ট মিডিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এর পর থেকেই র্যাব ও পুলিশ যৌথভাবে তদন্ত ও গোয়েন্দা নজরদারি বাড়িয়ে দেয়।
প্রযুক্তির সহায়তায় রবিনের অবস্থান শনাক্ত করে র্যাব তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। আজ (১৮ নভেম্বর) তাকে ফরিদগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পলাতক সহযোগীদের ধরতে র্যাব ও পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।



