Uncategorizedঢাকাদেশপ্রশাসনবাংলাদেশসম্পাদকীয়

সাত দিনের মধ্যে অবৈধ ব্যানার-পোস্টার অপসারণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার উত্তরাংশকে দৃষ্টিনন্দন ও পরিচ্ছন্ন রাখতে কঠোর অবস্থানে গেল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সিটি করপোরেশন কর্তৃপক্ষ অবৈধভাবে স্থাপিত সব ধরনের ব্যানার, ফেস্টুন, পোস্টার ও বিজ্ঞাপনী ফলক আগামী সাত দিনের মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) এই সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

ডিএনসিসির পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া যত্রতত্র ব্যানার, ফেস্টুন, পোস্টার স্থাপন করা হয়েছে। একইসঙ্গে বহু বাড়ি বা ভবনের ছাদ কিংবা দেওয়ালে অবৈধভাবে বিজ্ঞাপনী নামফলক, সাইনবোর্ড, এলইডি বিলবোর্ড ইত্যাদিও লাগানো হয়েছে।

এই প্রেক্ষাপটে, যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধভাবে উল্লিখিত প্রচার ও বিজ্ঞাপনী সামগ্রী স্থাপন করেছেন, তাদের সকলকে নিজ দায়িত্বে আগামী সাত দিনের মধ্যে তা অপসারণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের মধ্যে যদি ফলক, পোস্টার, ব্যানার বা বিলবোর্ড অপসারণ করা না হয়, তাহলে ঢাকা উত্তর সিটি করপোরেশন অবিলম্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করবে। উচ্ছেদ কার্যক্রমের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা ধার্য করা হবে এবং অন্যান্য আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও গণবিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button