ইসলাম ধর্ম

জান্নাতে প্রবেশের দুটি সহজ আমল

ইসলামিক বিচিত্রা ডেস্ক: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি সহজ আমলের কথা বলেছেন যা পালনকারীকে সরাসরি জান্নাতের সুসংবাদ দেয়। এই আমল দুটি অত্যন্ত সহজ হওয়া সত্ত্বেও পালনকারীর সংখ্যা অত্যন্ত কম হবে বলে তিনি উল্লেখ করেছেন। হাদিসটি আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) থেকে বর্ণিত হয়েছে এবং আবু দাউদ (হাদিস: ৫০৬৫) ও নাসাঈতে (হাদিস: ১৩৪৮) তা সংকলিত হয়েছে।

প্রথম আমল: প্রত্যেক ফরজ নামাজের পর নির্দিষ্ট কিছু যিকর পাঠ করা। রাসূলুল্লাহ (ﷺ) শিখিয়েছেন যে, প্রত্যেক ফরজ সালাতের পর ১০ বার ‘সুবহানাল্লাহ’ (আল্লাহ পবিত্র), ১০ বার ‘আলহামদুলিল্লাহ’ (সমস্ত প্রশংসা আল্লাহর জন্য) এবং ১০ বার ‘আল্লাহু আকবার’ (আল্লাহ মহান) পাঠ করতে হবে। এই হিসাবে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে মোট ১৫০ বার যিকর করা হলেও আল্লাহর কাছে এর সওয়াব ১,৫০০ হিসেবে গণ্য হবে।

দ্বিতীয় আমল: रात्री ঘুমানোর পূর্বে কিছু তাসবিহ পাঠ করা। রাসূল (ﷺ) বলেছেন, শয্যা গ্রহণের সময় ৩৩ বার ‘সুবহানাল্লাহ’, ৩৩ বার ‘আলহামদুলিল্লাহ’ এবং ৩৪ বার ‘আল্লাহু আকবার’ পাঠ করতে হবে। এই যিকরগুলো মুখে ১০০ বার উচ্চারিত হলেও মীযানের পাল্লায় এর সওয়াব ১,০০০ হিসেবে পরিগণিত হবে।

এই দুটি আমল অত্যন্ত সহজ এবং এতে সামান্য সময়ই প্রয়োজন হয়। কিন্তু এর ফজিলত অপরিসীম, যা পালনকারীকে জান্নাতে পৌঁছে দেবে। রাসূলুল্লাহ (ﷺ) উল্লেখ করেছেন যে, শয়তান মানুষকে এই সহজ আমলগুলো থেকে বিরত রাখার চেষ্টা করে। নামাজের পর বিভিন্ন ব্যস্ততার কথা মনে করিয়ে দিয়ে এবং ঘুমানোর আগে ঘুম পাড়িয়ে দিয়ে শয়তান এই যিকর থেকে দূরে সরিয়ে দেয়।

যারা নিয়মিত এই আমলগুলো করবে, তারা আল্লাহর নৈকট্য লাভ করবে, তাদের গুনাহ মাফ হবে এবং তাদের অন্তরে প্রশান্তি আসবে। আল্লাহর রাসূল (ﷺ) নিজ মুখে যাদের জান্নাতের সুসংবাদ দিয়েছেন, নিঃসন্দেহে তারা পরম ভাগ্যবান।

মহান আল্লাহ যেন আমাদের এই সহজ কিন্তু অত্যন্ত মূল্যবান আমলগুলো নিয়মিত পালন করার তাওফিক দান করেন এবং জান্নাতবাসী হিসেবে কবুল করেন। আমিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button