নাফিজের নিথর দেহ সরাতে নির্দেশ দেওয়া সেই পুলিশ কর্মকর্তা শনাক্ত
নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রিকশার পাদানিতে ঝুলে থাকা শহীদ গোলাম নাফিজের নিথর দেহ হাত ইশারা করে সরানোর নির্দেশ দেওয়া সেই পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে। আলোচিত ওই কর্মকর্তার নাম তোয়াসির জাহান। তিনি ঘটনার সময় ডিএমপির ট্রাফিক-তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হিসেবে কর্মরত ছিলেন।
অনুসন্ধানে জানা যায়, গত ৪ আগস্ট ২০২৪ তারিখে ডিএমপি সদর দপ্তরের ‘সেন্ট্রাল প্রোগ্রাম’ অনুযায়ী তেজগাঁও ক্রাইম জোনে আইনশৃঙ্খলা রক্ষার বিশেষ দায়িত্বে ছিলেন এডিসি তোয়াসির জাহান। সে সময় তার নেতৃত্বে ১০ প্লাটুন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। অভিযোগ রয়েছে, তার অধীনস্থ এই ফোর্সের সদস্যদের চায়না রাইফেলের গুলিতেই সেদিন গোলাম নাফিজসহ আরও বেশ কয়েকজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হন।
ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় দেখা যায়, গুলিবিদ্ধ নাফিজের দেহ যখন রিকশায় ছিল, তখন এডিসি তোয়াসির জাহান হাত নেড়ে রিকশাচালককে দ্রুত স্থান ত্যাগের নির্দেশ দিচ্ছিলেন।
এদিকে, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, পুলিশ কর্মকর্তা তোয়াসির জাহান বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত একজন বিচারপতির জামাতা।
গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও বর্তমানে তিনি চাকরিতে বহাল রয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, এডিসি তোয়াসির জাহানকে কক্সবাজার আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) পোস্টিং দেওয়া হয়েছে।



