চট্টগ্রামদেশপ্রশাসনমিডিয়া

বাংলাদেশ-আয়ারল্যান্ড ক্রিকেট ম্যাচ: চট্টগ্রামে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ও আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দলের মধ্যকার আসন্ন আন্তর্জাতিক ম্যাচকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার (১৯ নভেম্বর) দামপাড়া পুলিশ লাইন্সে এক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) এবং সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া।

সভায় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে বিশদ আলোচনা করা হয়।

নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে—ম্যাচের দিন স্টেডিয়াম এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার, খেলোয়াড়, ম্যাচ অফিশিয়াল ও ভিআইপিদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং দর্শকদের প্রবেশ ও বহির্গমন পথে শৃঙ্খলা বজায় রাখা। এছাড়া মাঠ ও গ্যালারির নিরাপত্তা, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং, বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রস্তুতি এবং বিশেষ শাখার (সিটিএসবি) গোয়েন্দা নজরদারি বাড়ানোর বিষয়েও নির্দেশনা দেওয়া হয়।

সভায় জানানো হয়, দর্শক সমাগমের বিষয়টি বিবেচনায় রেখে ভেন্যুতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি মোবাইল টিমের টহল জোরদার, সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ‘জরুরি রেসপন্স টিম’ প্রস্তুত রাখা হবে। স্টেডিয়াম সংলগ্ন সড়কগুলোতে যানজট নিরসন ও শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক বিভাগকেও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

সমন্বয় সভায় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)। এছাড়াও পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button