ইসলাম ধর্ম

মনের নেক আশা পূরণ ও বিপদ মুক্তির আকুতিপূর্ণ মোনাজাত

ইসলামিক বিচিত্রা ডেস্ক: মহান আল্লাহর দরবারে বান্দার ফরিয়াদ বা মোনাজাত হলো ইবাদতের মগজ। আল্লাহর গুণবাচক নাম এবং প্রিয়নবী (সা.)-এর ওপর দরুদ পাঠের মাধ্যমে দোয়া করলে তা কবুলের সম্ভাবনা বহুলাংশে বেড়ে যায়। মুমিন মুসলমানরা নিজেদের অভাব মোচন, বিপদ থেকে মুক্তি এবং পরকালের শান্তির জন্য নিচের নিয়ম ও ভাষায় আল্লাহ তাআলার কাছে বিশেষ মোনাজাতটি করতে পারেন।

মোনাজাতের পূর্বপ্রস্তুতি: যেকোনো দোয়া বা মোনাজাতের শুরুতে আল্লাহর প্রশংসা ও রাসুল (সা.)-এর ওপর দরুদ পড়া সুন্নত। তাই এই মোনাজাতটি করার আগে— আয়াতুল কুরসিদরুদে ইব্রাহিম এবং সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে নেওয়া উত্তম।

মোনাজাতের ভাষা ও আবেদন: হে আমার রব, হে আমার সৃষ্টিকর্তা!
আপনি ‘ইয়া রহমান’ (পরম করুণাময়), ‘ইয়া রহিম’ (অসীম দয়ালু), ‘ইয়া জাল জালালি ওয়াল ইকরাম’ (মহিমাময় ও মহানুভব)। আপনি ‘ইয়া গাফ্ফার’ (ক্ষমাশীল), ‘ইয়া সাত্তার’ (দোষ গোপনকারী), ‘ইয়া জব্বার’ (পরাক্রমশালী)। হে ‘ইয়া ওয়াদুদ’ (প্রেমময়), ‘ইয়া আজিজ’ (মহা সম্মানিত), ‘ইয়া আজিম’ (সুমহান)। আপনি ‘ইয়া হান্নান’ (স্নেহশীল), ‘ইয়া মান্নান’ (অসীম দানকারী)।

হে আল্লাহ! আপনার এই পবিত্র ও মহিমান্বিত নামগুলোর উসিলায় এবং তাওহিদের কালিমার সাক্ষ্য ‘লা ইলাহা ইল্লাল্লাহু’-এর বরকতে আপনার দরবারে হাত পেতেছি। আপনার হাবীব, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর উম্মত হিসেবে আমাদের মনের সব নেক বা ভালো ইচ্ছাগুলো আপনি কবুল করে নিন।

হে রিজিকদাতা! আমাদের অভাব-অনটন ও ঋণ থেকে মুক্তি দিন। যারা বিভিন্ন বিপদ-আপদে আছে, তাদের উদ্ধার করুন। আমাদের মনের সব মানসিক যন্ত্রণা, দুঃখ ও কষ্ট দূর করে দিন। আমাদের রুজি-রোজগারে বরকত দান করুন।

হে দয়াময়! আমাদের মা-বাবা ও পরিবারের সদস্যদের নেক হায়াত দান করুন। তাদের শারীরিক সুস্থতা ও উত্তম রিজিক দান করুন। আমাদের শেষ বিদায় যেন ঈমানের সঙ্গে হয় এবং পরকালে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।

আমিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button