নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে বড় ধরনের ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির রেশ কাটতে না কাটতেই ২৪ ঘণ্টার মধ্যে আবারও কেঁপে উঠল ভূখণ্ড। গতকালের শক্তিশালী কম্পনের পর আজ শুক্রবার (২২ নভেম্বর) সকালে গাজীপুরের বাইপাইল এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ১০টা ৩৬ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আজকের ভূমিকম্পটি ছিল মূলত ‘মাইনর’ বা স্বল্পমাত্রার। এর উৎপত্তিস্থল ছিল গাজীপুরের বাইপাইল। মাত্রা কম হওয়ায় বড় কোনো ক্ষতির আশঙ্কা না থাকলেও, স্থানীয় বাসিন্দাদের অনেকেই কম্পন টের পেয়েছেন বলে জানা গেছে।
এর ঠিক একদিন আগেই, গতকাল দেশজুড়ে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১০ জনের মৃত্যুর ঘটনা ঘটে। রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ওই কম্পনটি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে তীব্র আতঙ্কের সৃষ্টি করেছিল।
আবহাওয়া অফিসের তথ্যমতে, গতকালের (আগের দিন) ভূমিকম্পটি সকাল ১০টা ৩৮ মিনিটে রেকর্ড করা হয়েছিল। সেটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকা, যা ঢাকার আগারগাঁও ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্বে অবস্থিত। ওই ভূমিকম্পটির ভৌগোলিক অবস্থান ছিল ২৩.৭৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯০.৫১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।
পরপর দুদিন দেশের কাছাকাছি দুটি ভিন্ন উৎস থেকে ভূমিকম্পের ঘটনায় জনমনে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, বড় ভূমিকম্পের পর এমন মৃদু কম্পন বা ‘আফটারশক’ স্বাভাবিক ঘটনা হলেও সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।



