চট্টগ্রামে সাংবাদিক পরিচয়ে ব্যাবসায়ীকে অপহরন, অবশেষে গ্রেফতার পুলিশের হাতে
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীর হালিশহরে সাংবাদিক পরিচয়ে ব্যবসায়ীকে অবৈধভাবে আটকে রেখে জোরপূর্বক চাঁদা আদায়ের ঘটনায় সংঘবদ্ধ প্রতারক চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে হালিশহর থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ ২ লাখ ৫৩ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ৮ অক্টোবর বিকেলে জমি বিক্রয়ের নাম করে ব্যবসায়ী কামরুল হাসানকে ডেকে নেয় প্রতারক চক্রটি। পরিকল্পিতভাবে তাকে একটি নির্জন স্থানে নিয়ে অপহরণ করে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে নগদ ১৩ লাখ টাকা এবং ই-ব্যাংকিংয়ের মাধ্যমে আরও ১২ লাখ টাকা হাতিয়ে নেয় তারা।
ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে হালিশহর থানা তিন দফা অভিযান পরিচালনা করে। এসব অভিযানে প্রথমে চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে ২১ নভেম্বর দিবাগত রাতে মূল অভিযুক্ত ও চক্রনেতা ভুয়া সাংবাদিক কামরুলকে আটক করে পুলিশ।
এ বিষয়ে হালিশহর থানার অপারেশন অফিসার মোশারফ হোসাইন বলেন,
“অভিযুক্ত কামরুল হাসান দীর্ঘদিন ধরে প্রতারণা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইন, চাঁদাবাজি, প্রতারণা এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন ধারায় পাঁচটি মামলা রয়েছে। আমরা ঘটনার সাথে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনতে কাজ করছি।”
পুলিশ আরও জানায়, এই চক্রটি নিজেদের কখনও সাংবাদিক, কখনও রিয়েল-এস্টেট ব্যবসায়ী পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলত। সুযোগ বুঝে ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়াই ছিল তাদের প্রধান লক্ষ্য।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রুজু করা হয়েছে এবং তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে আরও তথ্য উদঘাটনের চেষ্টা চলছে। পুলিশ ধারণা করছে, চক্রটির সঙ্গে আরও কয়েকজন যুক্ত থাকতে পারে।



