নিজস্ব প্রতিবেদক: নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল শরীরগঠন বিষয়ক মর্যাদাপূর্ণ আসর ‘মিস্টার চট্টগ্রাম-২০২৫’। শনিবার (২২ নভেম্বর) আয়োজিত এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ, বিপিএম।
চট্টগ্রামের বিভিন্ন জিমনেশিয়াম ও শরীরচর্চা কেন্দ্র থেকে আসা প্রতিযোগীরা এতে অংশগ্রহণ করেন। নিজেদের সুঠাম দেহ, পেশিশক্তি ও শারীরিক কসরত প্রদর্শনের মাধ্যমে প্রতিযোগীরা বিচারক ও দর্শকদের নজর কাড়েন। বিচারকমণ্ডলী কঠোর যাচাই-বাছাই শেষে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা প্রতিযোগীদের নির্বাচিত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ। উল্লেখ্য, তিনি সম্প্রতি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষে প্রধান অতিথি হাসিব আজিজ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। তিনি সেরা শরীরগঠনবিদদের হাতে ক্রেস্ট এবং নগদ অর্থ তুলে দেন। আয়োজক কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের সার্বিক ব্যবস্থাপনায় বর্ণাঢ্য এই আয়োজনটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।



