অর্থনীতিদেশবাংলাদেশমিডিয়া

ভূমিকম্পে হতাহতদের আর্থিক সহায়তা দিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক: দেশের ৫টি জেলায় সম্প্রতি আঘাত হানা ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নিয়েছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতাহতদের তালিকা চূড়ান্ত করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে তাৎক্ষণিক নগদ অর্থ বিতরণ কার্যক্রম শুরু করেছে। সরকারি সর্বশেষ তথ্যানুযায়ী, এবারের ভূমিকম্পে এখন পর্যন্ত ১০ জনের প্রাণহানি এবং ৪৬১ জন আহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও মাগুরা—এই পাঁচটি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে প্রাণহানির দিক থেকে শীর্ষে রয়েছে নরসিংদী জেলা। সেখানে ৫ জন নিহত এবং ১১০ জন আহত হয়েছেন। রাজধানী ঢাকায় মৃত্যু হয়েছে ৪ জনের, আহতের সংখ্যা ৫৯। এছাড়া নারায়ণগঞ্জে ১ জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন ১৮ জন।

অন্যদিকে, গাজীপুর ও মাগুরায় কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও আহতের সংখ্যা উল্লেখযোগ্য। গাজীপুরে ২৫২ জন এবং মাগুরায় ২২ জন আহত হওয়ার তথ্য নথিভুক্ত করেছে প্রশাসন।

ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ লাঘবে জেলা প্রশাসনের মাধ্যমে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ভূমিকম্পে নিহত প্রতিটি ব্যক্তির পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের প্রত্যেককে চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হচ্ছে। মন্ত্রণালয় জানিয়েছে, মাঠ পর্যায়ে এই অর্থ বিতরণ কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। আহতদের অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে একটি ‘জরুরি সাড়াদান কেন্দ্র’ (Emergency Response Center) চালু করা হয়েছে। কেন্দ্রটির যোগাযোগ নম্বর ০২৫৮৮১১৬৫১। এখান থেকে দেশের প্রতিটি জেলার প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির হালনাগাদ তথ্য সংগ্রহ করা হচ্ছে।

হতাহতদের সহায়তার পাশাপাশি ভৌত অবকাঠামোর ক্ষয়ক্ষতি নিরূপণেও কাজ শুরু করেছে সরকার। ভূমিকম্পে বিভিন্ন ভবন ও স্থাপনার কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা জানতে বিস্তারিত জরিপ চলছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, জরিপ কাজ শেষ হলে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button