ইসলাম ধর্মপরিবেশবিশ্লেষণ

ভূমিকম্প ও হযরত উমরে (রা.) এর নসিহত: বিপর্যয়ের নেপথ্যে কি মানুষের পাপ?

ধর্ম ও জীবন ডেস্ক: ইসলামের দৃষ্টিতে ভূমিকম্প বা প্রাকৃতিক বিপর্যয় কেবলই কোনো ভৌগোলিক দুর্ঘটনা নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের আমল ও নৈতিকতার প্রশ্ন। ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব (রা.)-এর শাসনামলে মদিনায় সংঘটিত একটি ভূমিকম্পের ঘটনা এবং পরবর্তী সময়ে তাঁর দেওয়া নসিহত মুসলিম উম্মাহর জন্য আজও এক বড় সতর্কবার্তা। বিখ্যাত ইসলামি চিন্তাবিদ ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.) তাঁর ‘আদ-দাওয়া ওয়াদ-দাওয়া’ গ্রন্থে এই ঘটনাটি গুরুত্বের সঙ্গে উদ্ধৃত করেছেন।

বর্ণিত আছে, খলিফা উমরের (রা.) সময়ে একবার মদিনার মাটি কেঁপে ওঠে। ভূমিকম্পের পর তিনি মদিনাবাসীকে একত্রিত করেন এবং দ্ব্যর্থহীন ভাষায় সতর্ক করে বলেন, “হে লোকসকল! এই ভূমিকম্প নিশ্চয়ই তোমাদের কোনো পাপের ফল। তোমরা এমন কোনো গর্হিত কাজ বা অবহেলায় লিপ্ত হয়েছ, যার কারণে আজ ভূমি কেঁপে উঠেছে।”

তিনি আল্লাহর শপথ করে বলেন, “যদি পুনরায় এমন ভূমিকম্প হয়, তবে আমি আর তোমাদের সঙ্গে এই শহরে বসবাস করব না।”

খলিফার এই ঐতিহাসিক বক্তব্যের গভীরে তিনটি প্রধান শিক্ষার কথা উল্লেখ করেছেন ইসলামি স্কলাররা:

১. পাপ ও সামাজিক অস্থিরতা: উমর (রা.) বোঝাতে চেয়েছেন, পাপাচার কেবল ব্যক্তির আত্মাকেই কলুষিত করে না, বরং তা সমাজ ও প্রকৃতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। আল্লাহর অবাধ্যতা ও পাপাচার বাড়লে জমিনে ফিতনা ও বিপর্যয় নেমে আসে, ভূমিকম্প যার অন্যতম নিদর্শন।

২. আত্মশুদ্ধির ডাক: খলিফা এই দুর্যোগের দায় কেবল প্রকৃতির ওপর না চাপিয়ে মানুষের আমলের দিকে ইঙ্গিত করেছেন। এটি ছিল মূলত তওবা, ইস্তেগফার এবং নেক আমলের মাধ্যমে আল্লাহর পথে ফিরে আসার জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান।

৩. শাসকের দায়বদ্ধতা: “আমি তোমাদের ছেড়ে চলে যাবো”—খলিফার এই উক্তির মাধ্যমে একটি গভীর রাজনৈতিক ও সামাজিক দর্শন ফুটে উঠেছে। এর অর্থ হলো, যে জনপদ বা সমাজ আল্লাহর বিধান মানতে অস্বীকৃতি জানায় এবং পাপে লিপ্ত থাকে, সেখানে কোনো ন্যায়পরায়ণ শাসকের পক্ষে নেতৃত্ব দেওয়া বা অবস্থান করা কঠিন হয়ে পড়ে।

ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.) এই ঘটনা বিশ্লেষণ করে দেখিয়েছেন যে, প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে মানুষের নৈতিক স্খলনের গভীর সম্পর্ক রয়েছে। পবিত্র কুরআনেও আল্লাহ তায়ালা বিষয়টি স্পষ্ট করেছেন। সূরা শূরার ৩০ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে:
“তোমাদের ওপর যে বিপদ-আপদ আপতিত হয়, তা তোমাদের হাতেরই কামাই। আর তিনি (আল্লাহ) অনেক অপরাধ ক্ষমা করে দেন।”

ভূমিকম্প বা যেকোনো বিপর্যয়ের সময় তাই কেবল আতঙ্কিত না হয়ে, নিজেদের আমল সংশোধন এবং মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করাই ইসলামের শিক্ষা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button