মোঃ এনামুল হক পঞ্চগড় জেলা প্রতিনিধি: “আগামী নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করাই এই মুহূর্তে আমার প্রধান লক্ষ্য। আমি বিশ্বাস করি, ভোট রক্ষা করা মানে দেশ রক্ষা করা। এটি আমার ওপর অর্পিত এক পবিত্র আমানত।”
পঞ্চগড়ে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক (ডিসি) কাজী মো. সায়েমুজ্জামান স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। আজ মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের দায়িত্বভার গ্রহণের পরপরই তিনি জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় সভায় মিলিত হন।
নবাগত জেলা প্রশাসক তাঁর বক্তব্যে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, “চাকরিজীবনের শুরু থেকেই আমি দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি মেনে চলেছি। আমি নিজে দুর্নীতি করি না, অন্যকেও করতে দিই না। পঞ্চগড়ে মাত্র একটি লাগেজ নিয়ে এসেছি। দায়িত্ব পালন শেষে ইনশাআল্লাহ ওই একটি লাগেজ আর আপনাদের ভালোবাসা নিয়েই ফিরে যাব।”
তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ সময় তিনি সরকারি কর্মচারীদের প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। সেবাপ্রার্থীরা যাতে বিনা হয়রানিতে ও কম খরচে সরকারি সেবা পান, সেই বার্তা তিনি সারা দেশে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। এবার পঞ্চগড়ে বৃহৎ পরিসরে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি।
আসন্ন নির্বাচনকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, “কোনো রাগ, অনুরাগ বা লোভের বশবর্তী হয়ে আমি আমার দায়িত্ব থেকে একচুলও নড়ব না। আমি একজন প্রফেশনাল ক্যারিয়ার আমলা। ব্যক্তিগত জীবনে আমি কারও আমানত নষ্ট করিনি, এমনকি কারও কাছ থেকে ঋণও নিইনি। নিজের উপার্জনে পড়াশোনা করেছি এবং তদবির ছাড়া কেবল কাজের মাধ্যমে নিজের অবস্থান তৈরি করেছি। আপনারা আমার ওপর পূর্ণ আস্থা রাখতে পারেন।”
পঞ্চগড়ে পদায়নের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও সহকর্মীদের পক্ষ থেকে পাওয়া নজিরবিহীন ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন কাজী মো. সায়েমুজ্জামান। তিনি বলেন, “সাবেক ও বর্তমান সহকর্মী এবং সাংবাদিকদের অভিনন্দনের জোয়ারে আমি অভিভূত। তবে এতে প্রত্যাশার চাপও অনুভব করছি। কাজের মাধ্যমেই আমি এই আস্থার প্রতিদান দিতে চাই।”
মতবিনিময় সভায় তিনি নিজের দপ্তরে ফুল বা উপহার নিয়ে না আসার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ জানান। তিনি বলেন, “আপনারা যেকোনো প্রয়োজনে বা সৌজন্য সাক্ষাতে আমার দপ্তরে স্বাগতম। কিন্তু দয়া করে কেউ ফুলের তোড়া বা উপহার নিয়ে আসবেন না। আমি উপহার অপছন্দ করি। যশোরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট থাকাকালে উপহার আসা বন্ধ করতে আমি ফেসবুক ব্যবহারও সাময়িক বন্ধ রেখেছিলাম। আমার জন্য আপনাদের দোয়াই যথেষ্ট।”
এ সময় তিনি জেলার উন্নয়নে এবং সুষ্ঠু প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় গণমাধ্যমকর্মীসহ সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।



