লালমাই উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

মোস্তফা কামাল মজুমদার: লালমাই উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ২২নভেম্বর, ২০২৫ ইং লালমাই উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন আয়োজিত জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
মোট ১৮ টি স্কুল থেকে ৮৯০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
কেন্দ্র সচিব ও বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক( ভারপ্রাপ্ত) মোঃ ফারুক হোসেন বলেন, সকাল ১০ ঘটিকায় শুরু হওয়া বৃত্তি পরীক্ষা সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন সহঃ কেন্দ্র সচিব মাষ্টার আঃ বারী বিএবিএড,
পরীক্ষা নিয়ন্ত্রক ও হরিশ্চর সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন এর শিক্ষক ফারক আহম্মেদ।
লালমাই উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আজগর আলী খাঁন আকিল ও মাস্টার মমতাজউদ্দিন একাডেমির প্রতিষ্ঠাতা ডাঃ রোকন উদ্দিন আহম্মেদ।



