চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ধর্ষণকারি কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মাওলানা মনসুর আলম (৩৯) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। মনসুর আলম কক্সবাজার জেলার সদর থানার গাজুনিয়া এলাকার আব্দুল মজিদের ছেলে।
শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে তার মৃত্যু হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মুহাম্মদ ইকবাল হোসেন গণমাধ্যমকে জানান, গতকাল শনিবার রাতে মনসুর আলম কারাগারে অসুস্থ হয়ে পড়লে দ্রুত কারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
তিনি আরও জানান, মনসুর আলম একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তিনি সাত বছর ধরে কারাগারে বন্দি ছিলেন। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



