ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামী মোঃ সম্রাট ইসলাম’কে গ্রেফতার করেছে র্যাব-৭

এম এ মান্নান : চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানার ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামী মোঃ সম্রাট ইসলাম’কে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
ভিকটিম রেসি আমিন দৃষ্টি কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন শেখের কিল্লাঘোনা গ্রামের বাসিন্দা। ভিকটিম এবং বিবাদি মোঃ সম্রাট ইসলাম পূর্বপরিচয় ছিল। বিবাদীর বাবা-মা বাদী আল আমিন ভিকটিমের পিতার কাছে দুইজনের বিয়ের প্রস্তাব দিলে বাদী সার্বিক বিবেচনায় তাতে রাজী হননি। এরই প্রেক্ষিতে বিবাদী ভিকটিম রেসি আমিন দৃষ্টি’কে ফুসলাইয়া ও বিভিন্ন প্রলোভন দেখাইয়া অপহরণ করে নিয়ে যায়।
বাদী খোজাখুজি করিয়া ভিকটিমকে না পাইয়া সদরঘাট থানায় মামলা দায়ের করেন। মামলা রুজুর পর পুলিশ ভিকটিমকে উদ্ধার করে। ভিকটিমের ২২ ধারার জবানবন্দিতে জানায় যে বিবাদী ভিকটিম রেসি আমিন দৃষ্টি’কে প্রলোভন দেখাইয়া অপহরণ করে নিয়ে যায় এবং বোয়ালখালী থানাধীন বিবাদির ফুপুর বাসায় নিয়ে গিয়ে ধর্ষন করে।উক্ত ঘটনায় ভিকটিমের পিতা আল আমিন বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। যার মামলা নং-১০, ২৬ নভেম্বর ২০২৫ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন/২০০০ (সংশোধনী-২০০৩) এর ৭/৩০/ সংযোজিত ৯(১)।
এরই ধারাবাহিকতায় র্যাব-৭, চট্টগ্রাম গোয়েন্দা নজরদারী ও ছায়াতদন্ত শুরু করেন। র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্নিত মামলার এজাহারভুক্ত প্রধান আসামী চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানাধীন পশ্চিম শাকপুর এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২২ নভেম্বর ২০২৫ ইং তারিখ আনুমানিক ১৮৫৫ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকশ আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালানা করে আসামী মোঃ সম্রাট ইসলাম (১৮), পিতা-মোঃ মজিবুর রহমান, সাং-মগঘোনা, থানা-পেকুয়া, জেলা- কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।



