সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ৫ আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশের একটি চৌকস দল গত ২২ নভেম্বর ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী, পাহাড়তলী ও সদরঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫ জন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন:-১) সুরেশ গুমেজ, পিতা- রবিন গুমেজ, সাং- কাজির দেউরী, কোতোয়ালী, চট্টগ্রাম (অর্থঋণ জারি মামলা নং- ৯১০/২৫ সংক্রান্ত ৩ মাসের সিআর সাজা ওয়ারেন্টভুক্ত)- ২)জিএম মোরশেদ চৌধুরী, পিতা- আবুল হাশেম চৌধুরী, সাং- ১২৭, মোমিন রোড, কোতোয়ালী, চট্টগ্রাম (অর্থঋণ জারি মামলা নং- ২১৭/২৫ সংক্রান্ত ৩ মাসের সিআর সাজা ওয়ারেন্টভুক্ত)- ৩)মোঃ আলমগীর, পিতা- চান মিয়া, সাং- ৪১১, স্ট্যান্ড রোড, সদরঘাট, কোতোয়ালী, চট্টগ্রাম (অর্থঋণ জারি মামলা নং- ৭৩১/২৫ সংক্রান্ত ৩ মাসের সিআর সাজা ওয়ারেন্টভুক্ত)
-৪)মোহাম্মদ হোসেন, পিতা- ইউছুপ মিয়া, সাং- আসাদগঞ্জ, কোতোয়ালী, চট্টগ্রাম (অর্থঋণ জারি মামলা নং- ১২৮১/২৫ সংক্রান্ত ৩ মাসের সিআর সাজা ওয়ারেন্টভুক্ত)
৫)- আব্দুল খালেক, মালিক- মেসার্স নবাব মিল্ক ট্রেডিং, ২০১, খতুনগঞ্জ, কোতোয়ালী, চট্টগ্রাম (এসটি- ৫১৪/২১, সিআর- ৫৭৫/১৯, ধারা- এনআই অ্যাক্ট ১৩৮ সংক্রান্ত ১ বছরের বিনাশ্রম সাজা ওয়ারেন্টভুক্ত)
গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।



