আশা: বিশ্বের সবচাইতে ব্যয় সাশ্রয়ী এবং দ্রুত বর্ধনশীল ক্ষুদ্র ঋণ মডেল
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে আশা’র সার্বিক কার্যক্রম সম্পর্কিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ২৪ নভেম্বর, চট্টগ্রাম নগরীর হোটেল দি এলিনার হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
আশা চট্টগ্রাম ডিভিশনাল অফিস কর্তৃক আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মিনহাজুর রহমান, পরিচালক, বিভাগীয় সমাজসেবা কার্যালয়, সমাজসেবা অধিদফতর চট্টগ্রাম।
আশা’র ডিভিশনাল ম্যানেজার এম,এম নফিজ মাহমুদের সভাপতিত্বে ও আশা’র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মোঃ নজরুল ইসলাম এর সঞ্চালনায়, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক ও চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আশা চট্টগ্রাম বিভাগে ১৫৭ টি ব্রাঞ্চের মাধ্যমে ৩ লক্ষ ২৩ হাজার সদস্যকে ঋণ সেবা প্রদান করেছে যাদের নিকট ঋণ স্থিতি ১৫৪৭ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থ বছরে ৩ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে।
আশা – চট্টগ্রাম বিভাগে ৮৮০ টি কেন্দ্রে ২৪১০৮ জন শিক্ষার্থী নিয়ে আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরন কার্যক্রম চালু হয়েছে। ৫ টি স্বাস্থ্যকেন্দ্র ৪৭৬৩৬ জন রোগী সেবা গ্রহণ করেন। ২ টি ফিজিওথেরাপি সেন্টারের মাধ্যমে ৭২৩৬ জন অপারেশন বিহীন হাঁটু -কোমর-ঘাড়-হাতে ব্যাথা, প্যারালাইসিস, আর্থ্রাইটিস,ডিস্ক প্রলেপসহ সকল প্রকার জয়েন্টের সমস্যার চিকিৎসা গ্রহণ করেন।



