ডেমরায় নোংরা পরিবেশে কেমিক্যাল মিশিয়ে সস তৈরি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ডেমরা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে টমেটো সস তৈরির অভিযোগে একটি কারখানায় অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অনুমোদনহীন রাসায়নিক ব্যবহার ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে ওই কারখানা মালিককে বড় অঙ্কের আর্থিক দণ্ড দেওয়া হয়েছে।
অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার ডেমরা এলাকার ওই টমেটো সস তৈরির কারখানায় বিশেষ তদারকি অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, কারখানাটিতে অত্যন্ত নোংরা ও জরাজীর্ণ অবস্থায় সস প্রক্রিয়াজাত করা হচ্ছে। এছাড়া, কোনো প্রকার ঘোষণা বা অনুমোদন ছাড়াই সস তৈরিতে বিভিন্ন ধরনের রাসায়নিক (কেমিক্যাল) উপাদান ব্যবহার করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ।
এসব অনিয়মের সত্যতা মেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী কারখানাটির মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে ভেজালবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।



