অপরাধআইন ও বিচারচট্টগ্রামপ্রশাসনমিডিয়া

রিপু আক্তার হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম জেলা বাঁশখালী থানার চাঞ্চল্যকর রিপু আক্তার হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ মোক্তার হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

গত ২৩ নভেম্বর ২০২৫ইং তারিখে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি অভিযানিক দল বাঁশখালী পৌরসভা উত্তর জলদী কাজী মসজিদ এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি মোঃ মোক্তার হোসেন (৪০) চট্টুঙ্গি বাঁশখালী পৌরসভা উত্তর জলদী কাজী মসজিদ এলাকার মৃতঃ আজম উল্লাহ’র পুত্র।

রিপু আক্তার হত্যা মামলার সূত্রে জানা যায়, ভিকটিম মৃত রিপু আক্তার (৩১) বাঁশখালী পৌরসভার লস্করপাড়া এলাকার নুর মোহাম্মদ প্রকাশ মিয়া এর স্ত্রী। ভিকটিম ও মামলার আসামিগণ একই গোত্রের লোক এবং নিকট আত্মীয় হয়। আসামিগণের সাথে ভিকটিমের পিতার বাড়ীর লোকজনের জায়গা-সম্পত্তির বিরোধ ও পূর্ব মামলা মোকদ্দমা চলছিল।

গত ২৩ অক্টোবর ২০২৫ইং আনুমানিক ১০.০০ ঘটিকায় ভিকটিম রিপু আক্তার তার পিতার বাড়ীর উঠানে হাটার সময় আসামিগণ ভিকটিম রিপুকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। ভিকটিম রিপু প্রতিবাদ করায় সাথে সাথে উল্লেখ্য আসামিগণসহ অজ্ঞাতনামা আসামিগণ পূর্ব পরিকল্পিত ভাবে একই উদ্দেশ্য সাধনে এবং একই অভিপ্রায়ে হত্যার উদ্দেশ্যে লাঠি, লোহার রড ও ইট দ্বারা ভিকটিমকে আক্রমণ করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের শোর-চিৎকারে আসামিরা পালিয়ে যায় এবং ভিকটিমকে মুমুর্ষ অবস্থায় ঘটনাস্থল হতে উদ্ধার করে বাঁশখালী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিকে মৃত্যু ঘোষণা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button